এককালের দাপুটে জমিদারের বসবাসের বাসাগুলো বর্তমানে প্রত্নতত্ব নিদর্শন হিসেবে ব্যবহৃত হয়। এইসব জমিদার বাড়ির মধ্যে মুড়াপাড়া জমিদার বাড়ি উল্লেখযোগ্য। ৬২ বিঘা জমির উপর ৯৫ টি কক্ষ নিয়ে এই জমিদার বাড়িটি তৈরী হয়েছিল। বর্তমানে এই বাড়িটি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু দর্শনার্থীরা দেখার জন্য যেতে পারে যেকোনো সময়।
ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান ও সায়েদাবাদ থেকে (মেঘলা, আসিয়ান ও গ্লোরি) বাসে উঠে ভুলতা বা রূপসা বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে রিক্সা বা সিএনজি দিয়ে মুড়াপাড়া জমিদার বাড়ি চলে যেতে পারবেন।