ভ্রমনের জন্য নুহাশ পল্লী কেমন জায়গা ?

গাজীপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরে পিরুজালী গ্রামে অবস্থিত নুহাশ পল্লী। আমার মতে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে নুহাশ পল্লী খুবই সুন্দর। ১৯৮৭ সালে ২২ বিঘা জমিতে হুমায়ুন আহাম্মেদ নুহাশ পল্লী তৈরী করে।

নুহাশ পল্লীতে প্রায় সময় নাটকের শুটিং অথবা সিনেমার শুটিং হয়ে থাকে। নুহাশ পল্লীতে প্রবেশ করলেই প্রথমে দেখতে পারবেন আসাদুজ্জামান খানের “মা ও শিশু ভাস্কর্য ” দেখতে পারবেন। শিশুদের বিনোদনের জন্য তৈরী করা হয়েছে ভুত ও ব্যাঙের ভাস্কর্য। এর পাশেই তৈরী করা হয়েছে আঁকাবাঁকা সুইমিং পুল। সুইমিং পুল পেরিয়ে সামনে গেলে দেখতে পারবেন হুমায়ুন আহাম্মেদের কটেজ, দাবা খেলার ঘর, নামাজ পড়ার স্থান ও তার বিখ্যাত ট্রি হাউস।এছাড়া, ৩০০০ প্রজাতির গাছ রয়েছে। যার মধ্যে বেশির ভাগ ঔষধি গাছ।

আপনি চাইলে নুহাশ পল্লীতে একদিনের মধ্যে ঘুরে আস্তে পারবেন। নুহাশ পল্লীতে যেতে হলে প্রথমে গাজীপুরের হোতাপাড়া বাস স্ট্যান্ডে যেতে হবে। তারপর, হোতাপাড়া থেকে রিক্সা, সিএনজি অথবা টেম্পু দিয়ে যেতে হবে।