বাংলাদেশের ১০ টি ঝর্ণা ও জলপ্রপাতের নাম ?

আগে আমরা ঝর্ণা বলতে শুধুমাত্র মাধবকুন্ড ঝর্ণা কে চিনতাম। কিন্তু বর্তমানে আরো কিছু ঝর্ণা ও জলপ্রপাত আবিষ্কার হয়েছে, যেই গুলো চট্টগ্রাম জেলার সীতাকুন্ড, মিরসরাই, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি অবস্থিত। এছাড়া, সিলেটে ঝর্ণা ছিল। নিম্নে ঝর্ণা গুলোর নাম দেওয়া হলো:

  • তিনাপ সাইতার।
  • নাফাখুম।
  • ধূমপানি ঝর্ণা।
  • অমিয়াখুম।
  • সাইংপ্রা ঝর্ণা।
  • বাকলাই ঝর্ণা।
  • জাদিপাই ঝর্ণা।
  • খৈয়াছড়া ঝর্ণা।
  • দামতুয়া ঝর্ণা।
  • হামহাম ঝর্ণা।

এই ঝর্ণার ব্যাপারে আরো জানতে চাইলে আপনি ইউটুবে সার্চ করে জানতে পারেন।