একদিনের জন্য ট্যুর প্ল্যান করে কোথায় ঘুরতে যাওয়া যায় ?

আমার মতে, একদিনের জন্য ট্যুর প্ল্যান করে যদি ঘুরতে যেতে চান তাহলে চাঁদপুর ঘুরতে যাওয়া উত্তম। ঘুরতে যাওয়ার জন্য আপনি লঞ্চে যেতে পারেন। কারণ, এতে আপনি নদীর বিশালতা ও সৌন্দর্য উপভোগ করতে পারেবন।

যদি আপনি চাঁদপুর ঘুরতে যেতে চান তাহলে আপনাকে সকাল ৯ টার মধ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপস্থিত থাকতে হবে। কারণ, সকাল ৯ টা থেকে লঞ্চ চাঁদপুরের উদেশ্যে ছেড়ে যেতে থাকে। লঞ্চের মাধ্যমে আপনি চাঁদপুর গেলে দুপুর ১২-০১ টার মধ্যে চাঁদপুর পৌঁছে যাবেন।

চাঁদপুরে কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলো আপনি অল্প সমেয়র মধ্যে ঘুরে দেখতে পারবেন। নিম্নে দর্শনীয় স্থানের নাম গুলো দেওয়া হলো:

  • রূপসা জমিদার বাড়ি
  • বড় ষ্টেশন
  • হযরত শাহরাস্তির মাজার
  • হাজীগঞ্জ বড় মসজিদ
  • অঙ্গীকার
  • লোহাগড়া মঠ

এই জায়গা গুলো আপনি সন্ধ্যার মধ্যে ঘুরতে পারবেন। আপনি আপনার ইছামতো চাঁদপুর ঘুরে বিকাল বা সন্ধ্যায় এসে আবার লঞ্চে উঠে ঢাকায় চলে আস্তে পারবেন। চাঁদপুর লঞ্চঘাট থেকে বিকাল ৫টা থেকে লঞ্চ ঢাকার উদেশ্যে ছাড়া শুরু করে। কিন্তু রাত ৮ টার আগে আপনাকে লঞ্চে উঠতে হবে, কারণ ওই সময় শেষ লঞ্চ ছেড়ে দেয়।