কারা আসল বাঙালি। কলকাতার মানুষ নাকি বাংলাদেশ এর । মানুষ। আসামের মানুষ ও নাকি বাংলা বলে। তাহলে আসল বাঙালি কারা ?
আসলে বাঙালি বলা হয় যারা মূলত বাংলা ভাষায় কথা বলে। সে ক্ষেত্রে কলকাতা বা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম ও ত্রিপুরা তে অনেক বাংলা ভাষাভাষী লোক বসবাস করেন। তাই তারা সবাই আসল বাঙালি। আরেক সঙ্গা অনুযায়ী মুগল আমলে যারা বাঙাল প্রদেশ এ বসবাস করতেন তাদেরকে বাঙালি বলা হতো। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এই দুই জাতীয় লোককে বাঙালি বলা হয়। তবে বাংলার শেষ নবাব সিরজউদ্দৌলার আমলে বাংলা অনেক বড় ছিলো। তখন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মিলে বাংলা ছিলো।
Month: November 2021
General dairy কিভাবে করবো ?
আমাদের কনো কিছু হারিয়ে গেলে General dairy বা সংক্ষেপে জিডি করা লাগে। জিডি অবশ্যই আপনার থানায় করবেন। একটি সাদা পাতায় অ্যাপ্লিকেশন এর মতো জিডি করতে হয়। সবচেয়ে ভালো হয় আপনি নিজে না করে ওই থানায় জিডি এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করতে পারেন।
কোনটা ভালো ল্যাপটপ নাকি ডেস্কটপ?
আমি একটি computer কিনতে চাই। আমি বাসায় বসে কাজ করি। আমার জন্য কোন কম্পিউটার ভালো হবে ? ল্যাপটপ নাকি ডেস্কটপ।
নতুন ব্যাংক একাউন্ট
নতুন ব্যাংক একাউন্ট খুলতে কি কি document লাগবে ?
নতুন ব্যাংক একাউন্ট বা হিসাব খুলতে হলে প্রথমে আপনাকে সবালক হতে হবে। সবালোক না হলে বাবা , মা, ভাই , বন যেকোনো নিকট আত্মীয় স্বজনের document দিতে হবে। নিজের যা যা লাগবে : ভোটার আইডি কার্ড। দুই কপি passport size ছবি। আয়ের উৎস এর কাগজ। যেমন ট্রেড লাইসেন্স, salary statement নমিনি এর ছবি আর ভোটার আইডি কার্ড। একই ব্যাংক এ আগে যার একাউন্ট আছে তার নাম আর signature। এটা না থাকলে ব্যাংক এর কর্মকর্তা গণ বেবস্থা করে দিবেন ।
Piles বা অর্শ্বরোগ
Piles বা অর্শ্বরোগ এর ব্যাথা কিভাবে কমাবো ?
আমার অর্শ্বরোগ আছে। মাঝে মাঝে ব্যাথা করে। ব্যাথা কমানোর কোনো উপায় আছে ?
আপনি অর্শ্বরোগ এর ব্যাথা কমাতে পারেন কিন্তু অপারেশন হলো এর একমাত্র সমাধান। আপনি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন। দ্রুত ব্যাথা কমানোর জন্য কিছু ব্যাথা কমানোর স্প্রে পাওয়া যায়। তা ব্যাবহার করতে পারেন। তবে ব্যাথা নাশক না ব্যবহার করাই উত্তম। আপনি hip bath নিতে পারেন। এতে করে ব্যাথা কমে যাবে। গরম পানির সেক নিতে পারেন। একটি বোলে গরম পানি রেখে তাতে কিছুটা লবণ অথবা biodin অর্থাৎ ১% আয়োডিন এর মিশ্রণ দিয়ে তার উপর বসে ভাপ নিতে পারেন। এছাড়া আপনি তেল কম খাবেন। মোটা চাউল এর ভাত খাবেন। পায়খানা যেনো পাতলা থাকে ওই ধরনের খাবার খাবেন। পায়খানা পাতলা রাখার জন্য গ্লিসারিন dose নিতে পারেন।
দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত-এর মধ্যে পার্থক্য জানাবেন কি?
দেওয়ানী আদালত: দেওয়ানী মামলাসমূহ (জায়গা জমি, অর্থসংক্রান্ত, এবং পদের অধিকার সংক্রান্ত) যে আদালতে উপস্থাপন করা হয় তাকে দেওয়ানী আদালত বলা হয়। এই আদালতের বিচারককে জেলা জজ বলা হয়।
দেওয়ানী মামলা করার জন্য প্রথমেই বিচারকের নিকট পিটিশন দাখিল করতে হয়।
ফৌজদারি আদালত: অপরাধ সম্পর্কিত মামলাসমূহ এবং অপরাধী কে যে আদালতে উপস্থাপন করা হয় তাকে আমরা ফৌজদারি আদালত বলে থাকি। আর এই আদালতের বিচারকে দায়রা জজ বলা হয়।
এই মামলায় প্রথমে আসামিদের গ্রেপ্তার করার পরে তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়।
আসামি রিমান্ডে গেলে কি ধরনের শাস্তি ভোগ করতে হয়?
রিমান্ড কথাটির সোজা মানে হচ্ছে মামলা তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা কর্তৃক আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশের হেফাজতে নিয়ে আসা। রিমান্ডে এনে আসামিকে কোনো প্রকার শারীরিক বা মানসিক নির্যাতন করা সম্পূর্ণ বেআইনি। জোরপূর্বক বা আসামির ইচ্ছার বিরুদ্ধে আদায়কৃত স্বীকারোক্তি আদালতে তার বিরুদ্ধে ব্যবহৃত হয় না।
কেউ যদি ব্ল্যাকমেইল করে তাহলে এর জন্য কি শাস্তি হতে পারে ?
বর্তমানে ব্ল্যাকমেইল করার প্রবণতা বাড়ছে। কারণ, বর্তমানে অনেক মানুষ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আর এই পদ্ধতি ব্যবহার করার ফলে হ্যাকিং এর শিকার হচ্ছে এবং ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে।
তবে বাংলাদেশে ব্ল্যাকমেইল করার জন্য আইন আছে। বাংলাদেশ দন্ড বিধি ১৮৬০ অনুযায়ী ব্ল্যাকমেইল এর জন্য সর্বোচ্চ ৩ বছর এর জন্য জেল হতে পারে।
জমি কেনার সময় ক্ষেত্রে কোন গুলো বিষয় দেখে নিতে হবে ?
জমি কেনার সময় যেইসব বিষয় দেখে নিতে হবে তা নিম্নে দেওয়া হলো-
- ওয়ারিশ সূত্রে বিক্রেতা উক্ত জমি পান তবে সেই পূর্ব পুরুষ এর ওয়ারিশান সার্টিফিকেট নিতে হবে।
- দেখতে হবে মালিকানাঘরে কার নামে রেকর্ড আছে বা পর্চা দেখতে হবে।
- জমি যদি অন্য কোন হস্তান্তর দলিলের দ্বারা পান তবে সেই দলিল দেখতে হবে। এবং সেই দলিলে কোন বিধি নিষেধ বা বাধা আছে কিনা দেখতে হবে।
- জমির খাজনা ও ট্যাক্স পরিশোধ আছে কিনা দেখতে হবে।
- জমির প্ল্যান পূবক্ত দলিলে আছে কিনা বা জমির সীমানা নির্দিস্ট করা আছে কিনা বা শরিক গনের সঙ্গে বণ্টন সংক্রান্ত কোন গোলযোগ আছে কিনা।
- জমিটি অন্য কাউকে লীজ বা ভাড়া দেওয়া আছে কিনা।
- জমি অন্তত 30 বছর তল্লাশি করে দেখা যে কোন হস্তান্তর হয়েছে কিনা।
- জমিটি সরকারি অধিগ্রহণ হয়েছে কিনা।
- জমিটি কোন প্রতিষ্ঠানে বন্ধক রাখা আছে কিনা।
- জমিতে কোন সিভিল কেস চলছে কিনা।
- জমিটির দখলে কারা আছে।
- মৌজা ম্যাপ অনুসারে দেখতে হবে যে জমিটি দেখানো হচ্ছে আর যে কাগজ দেওয়া হচ্ছে সেটি সঠিক কিনা। এবং অবস্থান গত জমিটি কাগজের সঙ্গে ঠিক আছে কিনা।
- বিক্রেতার ভোটার কার্ডের ফটো কপি।
- জমিতে কাগজে যে শ্রেণীর উল্লেখ আছে বাস্তবে তাই আছে কিনা। হয়তো রেকর্ড আছে পুকুর এবং বাস্তবে ভরাট হয়ে বাড়ি হয়েছে, কেনার পর বিপদে পড়বেন।
- জমিতে বাড়ি থাকলে তার অনুমোদিত প্ল্যান আছে কিনা।
উপরোক্ত বিষয় গুলো দেখে জমি কিনবেন। তাহলে কোনো ঝামেলায় পড়বেন না।
গাঁটে ব্যথা কেন হয়? এর প্রতিকার কি?
সাধারণত বয়স্ক দেড় গাঁটে ব্যথা বেশি হয়। এছাড়া রিউমাটয়েড আর্থাইটিস বা রিউমেটিক ফিভার এর কারণেও গাঁটে ব্যথা হতে পারে। এক্ষেত্রে প্রথমেই রক্তে ইউরিক অ্যাসিড এর পরিমান পরীক্ষা করতে হবে। রক্তে ইউরিক অ্যাসিড এর পরিমান বেশি হলে কিছু খাবার যেমন পুঁইশাক (পিচ্ছিল যে কোনো সবজি বা শাক), ডাল বর্জন করতে হবে। এ ধরণের রোগের প্রতিকারের জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ গ্রহণ করতে হবে।
টনসিলাইটিস কেন হয়? এর প্রতিকার কি?
আমাদের শরীরে বিভিন্ন জায়গায় লিমফ নোড বা লসিকা গ্রন্থি থাকে। গলার দুপাশের লসিকা গ্রন্থির প্রদাহ কে টনসিলাইটিস বলে। ঠান্ডা বা ভাইরাস জনিত জ্বর বা একটি বিশেষ ব্যাক্টেরিয়ার সংক্রমণের কারণেও কারণে টনসিলাইটিস হতে পারে। টনসিলাইটিস হলে গ্রন্থি ফুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা হয় ও খাবার খেতে অসুবিধা হয়। সাধারণ টনসিলাইটিস ৩-৪ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। তবে বছরে যদি ৩-৪ বা তার অধিক বার টনসিলাইটিস ও সাথে জ্বর হয় তাহলে অবশ্যই ডাক্তার এর শরণাপন্ন হতে হবে।
সবার জন্য শুভকামনা।