কারা আসল বাঙালি ?

কারা আসল বাঙালি। কলকাতার মানুষ নাকি বাংলাদেশ এর । মানুষ। আসামের মানুষ ও নাকি বাংলা বলে। তাহলে আসল বাঙালি কারা ?
আসলে বাঙালি বলা হয় যারা মূলত বাংলা ভাষায় কথা বলে। সে ক্ষেত্রে কলকাতা বা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম ও ত্রিপুরা তে অনেক বাংলা ভাষাভাষী লোক বসবাস করেন। তাই তারা সবাই আসল বাঙালি। আরেক সঙ্গা অনুযায়ী মুগল আমলে যারা বাঙাল প্রদেশ এ বসবাস করতেন তাদেরকে বাঙালি বলা হতো। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এই দুই জাতীয় লোককে বাঙালি বলা হয়। তবে বাংলার শেষ নবাব সিরজউদ্দৌলার আমলে বাংলা অনেক বড় ছিলো। তখন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মিলে বাংলা ছিলো।