জমি কেনার সময় ক্ষেত্রে কোন গুলো বিষয় দেখে নিতে হবে ?

জমি কেনার সময় যেইসব বিষয় দেখে নিতে হবে তা নিম্নে দেওয়া হলো-

  • ওয়ারিশ সূত্রে বিক্রেতা উক্ত জমি পান তবে সেই পূর্ব পুরুষ এর ওয়ারিশান সার্টিফিকেট নিতে হবে।
  • দেখতে হবে মালিকানাঘরে কার নামে রেকর্ড আছে বা পর্চা দেখতে হবে।
  • জমি যদি অন্য কোন হস্তান্তর দলিলের দ্বারা পান তবে সেই দলিল দেখতে হবে। এবং সেই দলিলে কোন বিধি নিষেধ বা বাধা আছে কিনা দেখতে হবে।
  • জমির খাজনা ও ট্যাক্স পরিশোধ আছে কিনা দেখতে হবে।
  • জমির প্ল্যান পূবক্ত দলিলে আছে কিনা বা জমির সীমানা নির্দিস্ট করা আছে কিনা বা শরিক গনের সঙ্গে বণ্টন সংক্রান্ত কোন গোলযোগ আছে কিনা।
  • জমিটি অন্য কাউকে লীজ বা ভাড়া দেওয়া আছে কিনা।
  • জমি অন্তত 30 বছর তল্লাশি করে দেখা যে কোন হস্তান্তর হয়েছে কিনা।
  • জমিটি সরকারি অধিগ্রহণ হয়েছে কিনা।
  • জমিটি কোন প্রতিষ্ঠানে বন্ধক রাখা আছে কিনা।
  • জমিতে কোন সিভিল কেস চলছে কিনা।
  • জমিটির দখলে কারা আছে।
  • মৌজা ম্যাপ অনুসারে দেখতে হবে যে জমিটি দেখানো হচ্ছে আর যে কাগজ দেওয়া হচ্ছে সেটি সঠিক কিনা। এবং অবস্থান গত জমিটি কাগজের সঙ্গে ঠিক আছে কিনা।
  • বিক্রেতার ভোটার কার্ডের ফটো কপি।
  • জমিতে কাগজে যে শ্রেণীর উল্লেখ আছে বাস্তবে তাই আছে কিনা। হয়তো রেকর্ড আছে পুকুর এবং বাস্তবে ভরাট হয়ে বাড়ি হয়েছে, কেনার পর বিপদে পড়বেন।
  • জমিতে বাড়ি থাকলে তার অনুমোদিত প্ল্যান আছে কিনা।

উপরোক্ত বিষয় গুলো দেখে জমি কিনবেন। তাহলে কোনো ঝামেলায় পড়বেন না।