শীতকালে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কোন জায়গা উপযুক্ত ?

রাজধানী ঢাকার কাছে মানিকগঞ্জের ঝিটকা ঘুরে আস্তে পারেন। কারণ, ঝিটকায় রয়েছে দিগন্ত জোড়া সরিষার খেত। যেখানে হলো রঙের ফুল আপনার দৃষ্টি কে মুগ্ধ করবে। সেখানে দেখতে পারবেন কিভাবে মধু চাষ করা হয়। আর যদি সকাল বেলা পৌঁছাতে পারেন তাহলে পেয়ে যাবেন তাজা খেজুরের রস।

মানিকগঞ্জের ঝটিকার সরিষা খেত দেখার জন্য প্রথমে আপনাকে আসতে হবে মানিকগঞ্জ সদরে। সেখান থেকে লোকাল বাস অথবা সিএনজির মাধ্যমে আপনি ঝিটকা আসতে পারবেন।