মাইকেল মধুসূদন দত্তের বাড়ী

যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। বর্তমানে একে মধুপল্লী বলা হয়। কারণ, এখানে তৈরী করে হয়েছে মধুসূদন জাদুঘর ও লাইব্রেরি। তাছাড়া, এই বাড়ির পাশে আছে কপোতাক্ষ নদ। এই নদীর তীরের নৌকা ঘাট কে বলা হয় বিদায়ী ঘাট। কারণ, ধর্মান্তরিত হওয়ার কারণে পরিবার থেকে বিতাড়িত হয়ে এই ঘাটের কাছে ১৪ দিন তাবু তানিয়ে ছিল, পরে তিনি কলকাতা চলে যান।

সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত মধুপল্লী খোলা থাকে, এবং রবিবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে।

মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যেতে হলে সর্বপ্রথম আপনাকে যশোর জেলা শহরে আসতে হবে। সেখান থেকে কেশবপুর আসতে হবে। তারপর রিক্সা নিয়ে সাগরদাঁড়ি গ্রামে পৌঁছে মধুপল্লীতে যেতে পারবেন।