স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্ম হয়েছিল ১৯৭১ সালে। এবং এই বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের সময় বাঙালি এবং মুক্তিযুদ্ধাদের জন্য ব্যাপক ভূমিকা পালন করেছে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেভাবে জন্ম নিয়েছিল তা নিম্নে তুলে ধরা হলো-
আওয়ামীলীগ এর অবদান
চট্টগ্রামের কতিপয় আওয়ামী লীগ নেতা ও কর্মীদের উদ্যোগে চট্টগ্রাম বেতার কেন্দ্র হতে প্রয়জনীয় যন্ত্রপাতি স্থানান্তর করে চট্টগ্রামের কালুরঘাট প্রেরণ করে একটি অস্থায়ী কেন্দ্র তৈরী করা হয়।
স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র
অস্থায়ী বেতার কেন্দ্র নির্মাণের পর এর নাম দেওয়া হয় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। কিন্তু পরে জিয়াউর রহমানের অনুরোধে নাম পরিবর্তন করে রাখা হয় “স্বাধীন বাংলা বেতার কেন্দ্র”।
বেতার কেন্দ্রে মেজর জিয়াউর রহমান এর অবদান
২৭ মার্চ বাধীন বাংলা বেতার কেন্দ্র এর নিরাপত্তার জন্য মেজর জিয়ার সাহায্য চাওয়া হয়। তখন তিনি ৩ লরি ভর্তি সিপাহি বেতার কেন্দ্রে প্রেরণ করেছিল। এবং কয়েকজন ক্যাপ্টেন সোহো জিয়াউর রহমানও যাত্রা করেছিলেন। বং ২৭ মার্চ তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
কিন্তু ৩০শে মার্চ হানাদার বাহিনীর বোমা হামলায় বেতার কেন্দ্র নিরব হয়ে যায় । পরে আগরতলা হতে এবং ২৫ মে কলকাতার বালিগঞ্জ বেতার কেন্দ্র থেকে আবার নিয়মিত সম্প্রচার শুরু করে।
অনুষ্ঠান মালা
স্বাধীন বাংলা বেতারের জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল।যার নাম,
১. চরমপত্র।
২. জল্লাদের দরবার।