মুড সুইং বা মেজাজের তারতম্য কেন হয়?
প্রাপ্ত বয়স্ক মেয়েদের মাঝে মাঝে কারণ ছাড়াই মেজাজ খারাপ হয়। আপাত দৃষ্টি তে কারণ ছাড়া মনে হলেও এর একটি কারণ অবশ্যই আছে। ঋতুবতী সব মেয়েদের শারীরিক পরিবর্তনের সাথে সাথে হরমোন এর তারতম্য হয় যার ফলে মেজাজের ও তারতম্য ঘটে। মাসিক এর সময় এটি বেশি হয়। এ সময় মেয়েদের বিরক্ত লাগা, মন খারাপ থাকা, ঘুম না আসা, ক্ষুধা মন্দা ইত্যাদি হতে পারে। মেয়েদের প্রতি এ সময় গুলো তে সদয় থাকুন। তার ভালো লাগা মন্দ লাগার সাথে মানিয়ে চলুন। সবার জন্য শুভকামনা।