মুন্সিগঞ্জের জনপ্রিয় ৩ টি রিসোর্ট।

যারা নিরিবিলি পরিবেশে অবসর সময় চিত্তবিনোদনে ব্যায় করতে চান তাদের জন্য মুন্সিগঞ্জ জেলার জনপ্রিয় ৩ টি রিসোর্ট হতে পারে সবচেয়ে ভালো চিত্তবিনোদন কেন্দ্র। নিম্নে ৩ টি রিসোর্ট নিয়ে আলোচনা করা হলো।

মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট।

মাওয়া রিসোর্ট।

পদ্মা রিসোর্ট।

মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট: মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় ৩০ বিঘা জমির উপর গড়ে উঠেছে এই রিসোর্ট। এই রিসোর্টের কুটিরগুলোকে সাজানো হয়েছে নেপালী ঢঙে। যারা গ্রামের পরিবেশ এর অভিজ্ঞতা নিতে চান, তারা যেতে পারেন মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে।

মাওয়া রিসোর্ট: মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে তৈরি করা হয়েছে মাওয়া রিসোর্ট। যারা নিরাপদ ও নির্জন প্রাকৃতিক পরিবেশে যেতে চান, তারা মাওয়া রিসোর্টে যেতে পারেন।

পদ্মা রিসোর্ট: মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় গড়ে তোলা হয়েছে পদ্মা রিসোর্ট। পদ্মা নদীর তীর ঘেসে প্রাকৃতিক পরিবেশ রয়েছে এই রিসোর্টে। যারা নদী এবং প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন তারা যেতে পারেন পদ্মা রিসোর্টে।

এই ৩ টি রিসোর্ট আমার মতে আপনার জন্য ভালো জায়গা হতে পারে অবসর সময় কাটানোর জন্য। যদি আপনি এই রিসোর্টের ব্যাপারে আরো জানতে চান তাহলে গুগল থেকে জানতে পারবেন।

আপনি ইচ্ছা করলে প্রাইভেট গাড়ি বাড়া করে মাওয়া যেতে পারবেন। নিচের ভিডিওতে এমন একটি ভিডিও দেয়া হলো: