মিঠামইন হাওর

কিশোরগঞ্জ জেলার মিঠামইন হলো উপজলা। হাওর এলাকা হওয়া সত্ত্বেও মিঠামইন হলো প্রাচীন জনপদ। মিঠামইন হাওরে জুন-সেপ্টেম্বর মাস পর্যন্ত অনেক মানুষের সমাগম হয়। কারণ, এইখানে হাওর ছাড়া আরো কিছু জায়গা আছে ঘুরে দেখার মত। জায়গা গুলোর নাম হলো:

  • মলিকের দরগা।
  • দিল্লির আখড়া।
  • রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি।

তাছাড়া, আপনি যদি রাত্রি যাপন করতে চান তাহলে সেখানে হোটেল আছে।

কিশোরগঞ্জ আসার জন্য কমলাপুর থেকে সকাল ৭ টায় অন্ত:নগর ১১ সিন্ধু প্রভাতী (বুধবার বন্ধ) কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া, ঢাকার যাত্রাবাড়ী এলাকা সংলগ্ন গোলাপবাগ বা মহাখালী থেকে যাতায়াত অথবা অনন্যা সুপার বাসের মাধ্যমে আপনি কিশোরগঞ্জ সদর আসতে পারবেন। তারপর রেল-স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে সিএনজি/অটো অথবা রিজার্ভ গাড়ী নিয়ে বালিখলা ঘাটে আসলেই পৌঁছে যাবেন মিঠামইন হাওরে।