নাকের পলিপ

নাকের পলিপ কি ও এর প্রতিকার


নাকের ভিতর লাল, নরম, ব্যথাহীন মাংস কে পলিপ বলে। যাদের সাইনোসাইটিস, এজমা, বা এলার্জি থাকে তাদের এ সমস্যা বেশি দেখা যায়। গরম ভাপ নেয়া, এলার্জি হয় এমন খাবার বাদ দেয়া, এজমার চিকিৎসা ইত্যাদির মাধ্যমে ভালো থাকা যায়। ছোট অপারেশন এর মাধ্যমে এ থেকে নিরাময় পাওয়া যায়।

সবার জন্য শুভকামনা।