টাঙ্গাইলের কিছু ঐতিহাসিক জমিদার বাড়ির নাম

টাঙ্গাইল জেলায় কিছু জমিদার বাড়ি রয়েছে। যেগুলো খুব যত্ন সহকারে সরক্ষিত করা হচ্ছে, এবং পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। নিম্নে টাঙ্গাইলের জমিদার বাড়ির নাম গুলো দেওয়া হলো:

মহেড়া জমিদার বাড়ি (টাঙ্গাইল সদর থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত)।

করটিয়া জমিদার বাড়ি (টাঙ্গাইল শহর থেকে ১০ কিলোমিটার দূরে পুটিয়ার নদীর তীরে অবস্থিত)।

পাকুটিয়া জমিদার বাড়ি (টাঙ্গাইলের পাকুটিয়া গ্রামে অবস্থিত)।

মোকনা জমিদার বাড়ি (নাগপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন পরিষদের ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত)।

নাগরপুর চৌধুরী বাড়ি (নাগরপুর উপজেলায় অবস্থিত)।

পরীর দালান (গোপালপুর উপজেলার হোমনগর গ্রামে অবস্থিত)।

এই বাড়ি গুলো সমন্ধে বিস্তারিত জানতে চাইলে আপনি গুগল অথবা ইউটুবে সার্চ পারেন।