চুল পড়া

কেন চুল পরে?


ছোট বড় সকলের ই চুল পড়তে পারে। মহিলাদের বয়োসন্ধি থেকে মাতৃত্ব কাল এবং মাতৃত্ব পরবর্তী কালে হরমোন এর তারতম্য হয়। এ কারণেও চুল পড়তে পারে। দিনে ১০০ থেকে ১১০ টি চুল পড়া স্বাভাবিক। পুষ্টিকর খাবার বিশেষ করে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া, চুলের প্রকৃতি অনুযায়ী সঠিক পদ্ধতিতে সঠিক শ্যাম্পু ব্যবহার এবং মাথার ত্বকের যত্ন নিলে চুল কম পড়ে এবং চুল সুস্থ থাকে।

মাথার চুল কমতে থাকলে আপনি prp করতে পারেন। prp করলে আপনার চুল পরা কমে যাবে। কিন্তু prp তে চুল গজায় না। prp এর পাশাপাশি আপনি ভিটামিন বি এর টেবলেট খেতে পারেন। coffe তে caffene থাকে যা চুল পরা কমায়। আপনি কফি খেতে পারেন। আবার কিছু কিছু shampoo তে caffene থাকে। সেই সব shmapoo ব্যাবহার করতে পারেন। খুশকি থেকে অনেক সময় চুল পরে। তাই মাথার ত্বকে যেনো খুশকি না হয় সে দিকে খেয়াল রাখবেন।

অনেক সময় বংশগত কারনে চুল পরে যায়। সেক্ষেত্রে আপনার করার কিছুই থাকে না। তখন আপনি hair transplant করতে পারেন। বাংলাদেশে বর্তমানে ভালো hair transplant হয়। hair transplant এর পর prp করলে সেই চুল আর পরে না।

আপনার জন্য শুভকামনা রইলো।