আটলান্টিক মহাসাগর (Atlantic Ocean) সমন্ধে সংক্ষিপ্ত বর্ণনা

আটলান্টিক মহাসাগর বা অতলান্ত মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এটি পৃথিবীপৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এলাকা জুড়ে অবস্থিত, এর আয়তন ১০৬.৪ মিলিয়ন বর্গকিলোমিটার, যা বিশ্ব মহাসাগরের ২৩.৫%। আটলান্টিক মহাসাগরের পূর্বে  ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত, পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, এবং উত্তরে উত্তর মহাসাগর।

রহস্য ঘেরা বারমুডা ট্রায়াঙ্গল এই আটলান্টিক মহাসাগরে অবস্থিত।

 আটলান্টিক মহাসাগরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নিম্নে নাম গুলো দেওয়া হলো-

১. মধ্য আটলান্টিক।

২. উত্তর আটলান্টিক।

৩. দক্ষিণ আটলান্টিক।