আমি আইন বিভাগের ছাত্র না, তাই আমি আইন সম্পর্কে কিভাবে জানবো?

আইন সম্পর্কে জানা এবং আইন সমন্ধে বিস্তারিত জানা এই ভাবে ভাগ করে নিতে পারেন আইন সমন্ধে জানার জন্য।

যদি আপনি আইন সম্পর্কে জানতে চান তাহলে আইনের আপনি বই পড়ুন এবং আইন সম্পর্কিত ওয়েবসাইট থেকে আইন সমন্ধে জানুন।

আর যদি আপনি আইন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আইনের বই পড়ার পাশাপাশি বিজ্ঞ কোনো আইনজীবীকে অনুসরণ করুন। সুযোগ পেলে আপনার আইন চর্চা প্রেটিক্যাল ভাবে এপলাই করুন। এতে আপনি সমন্ধে বিস্তারিত জানতে পারবেন।

বিনা কারনে পুলিশ যদি গায়ে হাত তোলে, সেক্ষেত্রে নাগরিক কি মামলা করতে পারবে ?

পুলিশ কোনো ভাবেই আপনার গায়ে হাত তোলার কোনো আইনগত অধিকার নেই।

এরপরও যদি কোনো পুলিশ আইন ভঙ্গ করে আপনার গায়ে হাত তুলে, তাহলে আপনি বিজ্ঞ আদালতের আশ্রয় নিতে পারেন। সেখানে বিচারের জন্য আপনি জুডিশিয়াল ইনকোয়ারি চাইবেন।যদি প্রাথমিক ভাবে বিষয় টি প্রমাণিত হয় তাহলে অপরাধী পুলিশ ট্রায়াল ফেস করবেন। পরে যদি অপরাধ প্রমান হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে।

আইজিপি কমপ্লেইন সেল ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে    কল করে এবং complain@police.gov.bd-এ ই-মেইলে করে অভিযোগ করতে পারবেন।

শ্রমিকদের কর্মী চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কাজে নিয়োগ দেওয়ার নিয়ম আছে কি?

আন্তর্জাতিক এবং বাংলাদেশের আইনে কর্মী চুক্তির বিপক্ষে কোনো কথা বলা নেই। কারণ, এই চুক্তি টি শ্রমিক এবং মালিক উভয় পক্ষের জন্য উপকারী। এই চুক্তি করলে একজন শ্রমিক নিজের দায়িত্ব সমন্ধে জানতে পারে।আর এই চুক্তি স্ট্যাম্প পেপার, কোম্পানির প্যাড অথবা সাদা কাগজে লিখার মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে।

যদি কোম্পানির মালিক পক্ষ শ্রমিকের কাছ থেকে জোর করে সাক্ষর নিয়ে থাকে তাহলে তখন সেটা চুক্তি হিসেবে ধরা হবে না।

ভিপিএন ব্যবহার করা কি ডিজিটাল নিরাপত্তা আইন অনুসারে অপরাধ ?

ভিপিএন ব্যবহার করা কিছু দেশে অপরাধ আবার কিছু দেশে অপরাধ না। কিন্তু প্রত্যেক দেশের কিছু কিছু ওয়েবসাইট ব্যবহার করা নিষিদ্ধ থাকে। এই সব ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে যদি আপনি ভিপিএন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি অপরাধী। নিম্নে একটি ওয়েবসাইট লিংক দেওয়া হলো যেখানে ঐসব দেশের নাম আছে, যেইসব দেশে ভিপিএন ব্যবহার করা নিষিদ্ধ।

www.comparitech.com/vpn/where-are-vpns-legal-banned/

কোনো ওয়েবসাইটে লেখালেখির কারণে বাংলাদেশের আইন অনুযায়ী “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮”-এর ধারাঅনুযায়ী কি মামলা হতে পারে?

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫ ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শক বা মিথ্যা তথ্য-উপাত্ত কোন ব্যক্তি বা রাষ্ট্রের সুনাম নষ্ট করার জন্য প্রচার অথবা প্রচারের জন্য সহায়তা করেন, তাহলে এটি একটি অপরাধ। এই অপরাধেরজন্য ৩ বছরের কারাদণ্ড, ৩ লক্ষ টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে।

ডিজিটাল আইনের ধারা গুলো কি কি ?

ডিজিটাল আইনের কিছু ধারা আছে যা প্রয়োগ করে ডিজিটাল অপরাধীকে সাজা দেওয়া হয়।নিম্নে ধারা গুলো তুলে ধরা হলো-

১৭ ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় বেআইনি প্রবেশ করে ক্ষতি সাধন, বিনষ্ট করে বা চেষ্টা করে।তাহলে তাকে ৭-১৪ বছরের জেল এবং ২৫লক্ষ-১ কোটি টাকা জরিমানা হবে।

১৮ ধারা অনুযায়ী, কম্পিউটার সিস্টেমে বেআইনি প্রবেশ বা সহায়তা করলে সর্ব্বোচ ৩ বছরের জেল এবং ১০ লক্ষ টাকা জরিমানা।

১৯ ধারা অনুযায়ী, বেআইনি ভাবে যদি কোনো ব্যক্তি কোনো কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম হতে অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ করে তাহলে সর্বোচ্চ ৭বছরের কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানা।

২০ ধারা অনুযায়ী, কম্পিউটার সোর্সকোড ধ্বংস বা পরিবর্তন করলে সর্বোচ্ছ ৩বছরের সাজা এবং ৩লক্ষ টাকা জরিমানা।

২১ ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়সংগীত, জাতীয় পতাকা এবং জাতির পিতার বিরুদ্ধে কিছু বলেবা বলতে সাহায্য করে।তাহলে তাকে১০বছরের জেল ও ৩ লক্ষ টাকা জরিমানা অথবা উভয়দন্ড হতে পারে।

২৭ ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় অখণ্ডতা,নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করে কোনো ডিজিটাল মাধ্যমে বৈধ প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে সর্ব্বোচ ১৪ বছর কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা।

২৮ ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করে এমন কিছু ডিজিটাল মাধ্যমে প্রচার করে, তাহলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা জরিমানা।

২৯ ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা কম্পিউটার সিস্টেমের পেনাল কোডের ৪৯৯ ভঙ্গ করে কোনো অপরাধ করেন তাহলে, সর্বোচ্চ ৩ বছরের সাজা এবং ৫ লক্ষ টাকা জরিমানা।

৩০ ধারা অনুযায়ী, কোন ব্যাংক, বীমা বা আর্থিক সেবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা তথ্য বিনা অনুমতিতে ব্যবহার করলে, তাহলে ৫ বছরের কারাদণ্ড, ৫ লক্ষ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে।

৩২ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি বেআইনি প্রবেশের মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধাসরকারি বা কোনো আন্তর্জাতিক সংস্থার তথ্য বিনা অনুমতিতে নিয়ে থাকে, তাহলে তাকে ১৪ বছরের কারাদণ্ড, ২৫ লক্ষ টাকা জরিমানা অথবা উভয়দন্ড পেতে হবে।

৩৪ ধারা অনুযায়ী, যদি কোনো হ্যাকিং করেন তাহলে সর্ব্বোচ ১৪ বছরের সাজা ও ১ কোটি টাকা জরিমানা।

এই ধারা গুলো দ্বারা ডিজিটাল আইন ২০১৮ গঠিত।

ডিজিটাল আইন কি ?

ডিজিটাল যন্ত্রের মাধ্যমে অপরাধ সংগঠন প্রতিহত করার জন্য ডিজিটাল আইন ২০১৮ সালে তৈরী হয়।এই আইনের মাধ্যমে সকল ডিজিটাল কাজকে নিয়ন্ত্রণ করা হয়, যাতে জনগণ খুব সহজে ডিজিটাল ক্ষেত্রে সঠিক নিরাপত্তা পায়।এই আইনের অনেক গুলো ধারা আছে যা অপরাধের ভিত্তিতে ধারা প্রয়োগ করে অপরাধীকে সাজা দেওয়া হয়।

বাংলাদেশে কোন আইন মেনে জমি-জমা বা সম্পদ ভাগ করে ?

বাংলদেশে জমি-জমা এবং অন্যান্য সম্পদ ভাগ-ভাগি করার ক্ষেত্রে সাধারণত ধর্মীয় আইন মানা হয়।বাংলাদেশে মুসলমান বেশি তাই ভাগ-ভাগির সময় মুসলিম আইন মানা হয়। আর হিন্দুদের ক্ষেত্রে হিন্দু উওরাধিকার আইন মেনে ভাগ করা হয়।এছাড়া, আপনি যদি সহজে সম্পদ বা জমি-জমা ভাগ করতে চান তাহলে আপনি http://xn--d5by7bap7cc3ici3m.xn--54b7fta0cc/ এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

কি কারণে আইন ব্যবস্থা দুর্বল হয়ে পরে ?

আইন প্রণয়ন এবং প্রয়োগের মিলিত রূপ হচ্ছে আইন ব্যবস্থা। কিন্তু কিছু কিছু কারণে যেকোনো দেশের আইন ব্যবস্থা দুর্বল হয়ে পরে। নিম্নে কারণ গুলো তুলে ধরা হলো-

  • গনতন্ত্রের সঠিক চর্চা না থাকলে।
  • আইন প্রোয়গকারী লোকের সংখ্যা কম থাকলে।
  • আইন বিভাগ যদি পরাধীন হয়।
  • আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা যদি দুর্নীতি পরায়ণ হয়।
  • জনসচেতনতা কম থাকলে।

উপরোক্ত কারণ গুলোর ফলে আইন ব্যবস্থা দুর্বল হয়ে থাকে।

বাংলাদেশের সকল আইন নীতিমালা গুলো কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবো?

বাংলাদেশের আইন নিয়ে বর্তমানে অনেক ওয়েবসাইট আলোচনা হয়ে থাকে এবং আইনের নীতিমালা গুলো খুব সুন্দর ভাবে লিখে রাখে। যাতে সবাই আইন সমন্ধে জানতে পারে।আমার মতে http://bdlaws.minlaw.gov.bd ওয়েবসাইট আপনি সকল আইনের নীতিমালা গুলো জানতে পারবেন। এছাড়া আপনি চাইলে https://bn.quora.com-এ আইন নিয়ে আলোচনা করতে পারবেন। যেখানে আপনি অনেক উকিল এবং আইন বিভাগের ছাত্র-ছাত্রী পাবেন।