কেউ যদি আপনাকে সামনা-সামনি গালি দেয় অথবা আপনাকে মোবাইল ফোন এর মাধম্যে গালি-গালাচ করে, এর ফলে যদি আপনি মনে করেন আপনার ম্যান হানি হয়েছে তাহলে আপনি উক্ত ব্যাক্তির নাম মামলা করতে পারবেন।
১৮৬০ সালের ফৌজদারি আইনের ৪৯৯ এবং ৫০০ নং ধারা অনুসারে আপনাকে যে গালি দিয়েছে তার সর্বোচ্চ ২ বছর পয্ন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।কিন্তু এই মামলা করার জন্য আপনার অবশ্যয় তৃতীয় ব্যক্তির রেফার প্রয়োজন হবে অন্যথায় আপনি মামলা করতে পারবেন না।