বাংলাদেশে এমন কোন আইন আছে, যে আইন সমন্ধে জনগণ খুব কমই জানে ?

আমার জানা মতে, ১৯১৯ সালের একটা আইন যা হলো “কিশোর ধূমপায়ী আইন” এখনো বলবৎ আছে।

এই আইন অনুযায়ী যদি কোনো ১৬ বছর বা ১৬ বছরের নিচের কোনো ব্যাক্তির কাছে ধূমপান জাতীয় দ্ৰব্য বিক্রি করলে ১০ টাকা জরিমানা এবং দ্বিতীয় বার বিক্রি করলে ২০ টাকা জরিমানা।

পুলিশ যদি ১৬ বছর বা ১৬ বছরের নিচের কোনো ব্যক্তির নিকট ধূমপান জাতীয় দ্রব্য পায় তাহলে তা সিজ বা নষ্ট করে দিতে পারবে।