মামলার বাদী মারা গেলে মামলা শেষ করার কোনো উপায় আছে কিনা ?

আপনি কোনোভাবেই মামলা শেষ করতে পারবেন না।যদি মামলার বাদী মারা যায় তাহলে তদন্তকারী অফিসার বাদীর পক্ষে এজাহারের বর্ণনা সাক্ষ্য হিসাবে বিবৃত করবেন। এরপর অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণসহ যাবতীয় প্রসিডিংস শেষে মামলার রায় বিজ্ঞ আদালত দিবেন এবং মামলা শেষ করবেন।