আইন অনুযায়ী কোনো মুসলিম ছেলে কি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করতে পারবে ?

ধর্মীয় আইন অনুসারে পারবে না, কিন্তু রাষ্ট্রীয় আইন Special Marriages Act,1872 অনুযায়ী কোর্টে ১৪ দিন আগে application ফাইল করে বিয়ে করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে আরো কিছু আনুসাঙ্গিক বিষয় সম্পন্ন করতে হবে যা নিম্নে দেওয়া হলো-

  • পাত্র ও পাত্রীকে অবিবাহিত থাকতে হবে।
  • ছেলের বয়স ২১ বছর এবং মেয়ের বয়স ১৮ বছর হতে হবে।
  • জেলা নিবন্ধকের কাছে ১৪ দিন আগে নোটিশ দিতে হবে এবং নোটিশ দেওয়ার ১৪ দিন পর বিয়ে সম্পাদন করতে হবে।যে জেলার নিবন্ধক বরাবর নোটিশ প্রদান করবেন, নোটিশ প্রদানকারীকে অবশ্যই নোটিশ দেওয়ার কমপক্ষে ১৪ দিন আগে থেকে সেখানে বসবাস করতে হবে।
  • পাত্রপাত্রী সশরীরে উপস্থিত থেকে বিয়ে সম্পন্ন করতে হবে এবং আইনজীবীর তত্ত্বাবধানে প্রস্তুতকৃত হলফনামায় পাত্র-পাত্রী স্বাক্ষরদানের পর ওই হলফনামা নোটারি পাবলিক কর্তৃক ‘নোটরাইজড’ করতে হবে।
  • প্রস্তুতকৃত হলফনামায় অবশ্যই ‘বিশেষ বিবাহ আইনের অধীন বিয়ে’ শব্দগুলো লিখতে হবে।
  • বিয়ের সময় অন্তত তিনজন সাক্ষী উপস্থিত থাকতে হবে।
  • বিয়েটি অবশ্যই রেজিস্ট্রারের উপস্থিতিতে সম্পন্ন করতে হবে এবং তা সরকারি খাতায় নিবন্ধন করতে হবে।

তাহলে আপনার বিবাহ সুষ্ঠ ভাবে সম্পন্ন হবে।