রাজশাহীর বাঘা মসজিদ

রাজশাহীর বাঘা মসজিদ রাজশাহী সদর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এই প্রাচীন মসজিদে ৪ পাশে চারটি এবং মাঝখানে ১০ টি গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব পাশে ৫টি দরজা রয়েছে এবং বাকি দরজা গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ১৮৯৭ সালের ভূমিকম্পে এই মসজিদের ছাদ ধসে পরে। পরে বাংলাদেশে প্রত্নতত্ব  বিভাগ এই মসজিদের ছাদ পুনঃ নির্মাণ করে। এই মসজিদের ভিতরে উঁচু বেদীতে নামাজের জন্য সংক্ৰক্ষিত জায়গা রয়েছে, যার রহস্য এখনো অজানা। এছাড়া, এই মসজিদে প্রচুর পোড়া মাটির ফলক দেখা যায়।

রাজশাহী সদর থেকে বাঘা যাওয়ার জন্য বিভিন্ন বাস আছে। আর ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রয়েছে, এবং গাবতলী বাসস্ট্যান্ড এবং কল্যানপুর থেকে দেশ ট্রাভেল এবং গ্রীন লাইন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।