ঢাকা থেকে খুলনা কিভাবে যাবো ?

ঢাকা থেকে খুলনা যেতে হলে আপনি মাওয়া ঘাট বা আরিচা ঘাট হয়ে যেতে পারেন। আপনি যমুনা ব্রিজ হয়েও যেতে পারেন তবে সে ক্ষেত্রে সময় বেশি লাগবে। সায়দাবাদ থেকে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা বাস ভাড়া দিয়ে আপনি খুলনা যেতে পারেন। এক্ষেত্রে আপনার সমই লাগবে ৫ ঘণ্টা। তবে কিছুদিন পরে পদ্মা সেতু হয়ে গেলে তিন ঘণ্টায় যেতে পারবেন। আপনি আরিচা ঘাট হয়েও খুলনা যেতে পারেন। তবে আরিচা ঘাট থেকে খুলনা পর্যন্ত রাস্তা তুলনামূলক খারাপ। মতিজিল থেকে প্রায় ৭০০ টাকা বাস ভাড়া দিয়ে আপনি খুলনা যেতে পারেন। এতে সময়ও তুলনামূলক বেশি লাগে। আপনি ঢাকার কমলাপুর থেকে রেল করেও খুলনা যেতে পারেন। রেলগাড়ি যমুনা সেতু দিয়ে যায়। এক্ষেত্রে সময় লাগবে ১০ ঘণ্টার মতো। তবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে এই সময় তিন ভাগের একভাগ নেমে আসবে। আপনি বিমানে করেও খুলনা যেতে পারেন। এতে ভাড়া পরবে ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। সময় লাগবে ৩০ মিনিট। ঢাকা airport থেকে বিমানে উঠতে হয়।