টাঙ্গাইলের আতিয়া মসজিদ

টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আতিয়া গ্রামে অবস্থিত ৪০০ বছর পুরোনো স্থাপনার নাম হলো আতিয়া মসজিদ। মসজিদটির পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী। ১৬১০ সালে জমিদার সাইদ খান পন্নী এই মসজিদটি নির্মাণ করে। মসজিদটি সম্পূর্ণ নকশা খচিত এবং ৩ টি গম্বুজ রয়েছে। ১৮০০ সালের ভূমিকম্পে আতিয়া মসজিদ ক্ষতিগ্রস্থ হলে ১৮৭৩ এবং ১৯০৯ সালে এর সংস্কার করা হয়।

টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে নেমে রিক্সা বা সিএনজি নিয়ে পাথরাইল বটতলা আসতে হবে। বটতলা থেকে পায়ে হেটে অথবা রিক্সার মাধ্যমে আতিয়া মসজিদ যাওয়া যায়।