ফাইবার এ্যাকাউন্ট ডিসেবল থেকে পরিত্রান এর উপায় কি ?

ফ্রীল্যান্সিং একাউন্ট সবসময় যত্ন সহকারে নিয়ম মেনে চালানো উচিত। কারণ, যদি আপনার একাউন্ট কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে বিশাল ক্ষতির সম্মুখীন হবেন। নিম্নে প্রধান কারণ গুলো তুলে ধরা হলো যে কি কারণে একাউন্ট বন্ধ করে দেওয়া হয়-

এক কম্পিউটার বা একই ইন্টারনেট আইপির মধ্যে ২টি একাউন্ট পরিচালনা করলে।

  • অন্যের গিগ কপি করলে।
  • কোনো ক্লায়েন্ট আপনার ব্যাপারে অভিযোগ করলে।
  • অতিরিক্ত অর্থ প্রদানের জন্য কোনো ক্লায়েন্ট কে চাপ দিলে।
  • একাউন্ট এর একটিভিটি ঠিক না থাকলে।

উপরোক্ত কারণে একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে. যেমন, ১০০ এর মধ্যে ৯৯ ভাগ চান্স থাকে একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার।