প্রথমে আপনি বুঝার চেষ্টা করুন যে আপনার মামলার ধরণ কোনটা। যেমন, দায়রা মামলা নাকি ফৌজদারি মামলা।
দায়রা মামলা হলে আপনি কোনো বিজ্ঞ উকিলের শরণাপন্ন হন। উকিল আপনাকে কিভাবে মামলা করতে হবে এই বিষয়ে সাহায্য করবে।
ফৌজদারি মামলা হলে আপনাকে কোনো ম্যাজিস্টেটের শরণাপন্ন হতে হবে। যদি মেজিস্ট্যাটের মনে হয় মামলাটি আমলে নেওয়া যায় তাহলে আপনি মামলা করতে পারবেন।