জন্ডিস এর লক্ষণ ও প্রতিকার কি ?
শরীর বিলোরুবিন এর পরিমান বেড়ে গেলে জন্ডিস হয়। এ সময় শরীরের চামড়া ও চোখ হলুদ বর্ণ ধারণ করে। ক্ষুধা মন্দা, বমি ভাব, দুর্বলতা, পস্রাব এর রং হলুদ ইত্যাদি জন্ডিস এর লক্ষণ। দৈনিক ৭-৮ গ্লাস পানি, পরিমিত দুধ, আঁশ জাতীয় খাদ্য, রঙিন ফল যেমন আম, কমলা, পেঁপে, সবজি ইত্যাদি নিয়মিত খেলে জন্ডিস থেকে দূরে থাকা যায়। এ রোগ হলে ডাক্তার এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে।
সবার জন্য শুভকামনা।