কিভাবে একজন দক্ষ এবং একজন বাটপার ট্রেডার চিনবো ?

ফরেক্স সম্বন্ধে সঠিক জ্ঞান থাকলে আপনি খুব সহজে দক্ষ ট্রেডার চিনতে পারবেন। কারণ, প্রত্যেক ট্রেডার তাদের ফরেক্স ট্রেডের ইতিহাস ধরে রাখার জন্য Myfxbook, mql5 এ এ্যাকাউন্ট করে থাকে। এইসব এ্যাকাউন্ট থাকার ফলে ট্রেডারদের ট্রেডিং ইতিহাস পাওয়া যায় খুব সহজে। যার ফলে একজন ট্রেডার প্রত্যেক মাসে কতটুকু লাভ করে বা লস কওে তাও জানতে পারবেন। তাই কোন ট্রেডারের সাথে কোন প্রকার কাজ বা ট্রেড শিখতে গেলে আগে Myfxbook, mql5 এর প্রোফাইল লিংক নিয়ে ট্রেডিং ইতিহাস দেখে নিবেন। আর যদি কোন ট্রেডার লিংক না দেয় বা অসম্মতি জানায়, তাহলে সেই ট্রেডারের সাথে কোন প্রকার কাজ না করাই ভালো।

ফরেক্স ট্রেড কিভাবে শিখবো ?

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ফরেক্স ট্রেড শিখাটা একটু কঠিন বিষয়। কারণ, ফরেক্স শিখতে হলে নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে। তাহলে, আপনি গুগল ও ইউটিউব থেকে ফরেক্স বিষয়ে ব্যাপক শিখতে পারবেন। আর যদি কোন দক্ষ ট্রেডারের মাধ্যমে শিখতে পারেন, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। কিন্তু বর্তমানে অনেক বাটপার আছে যারা ফরেক্স শিখানোর নামে এবং ট্রেড সিগন্যাল বিক্রি করার নামে মানুষের অর্থ লুট করছে। তাই এইসব বাটপার থেকে সাবধান থেকে দক্ষ ট্রেডার খুজে বের করতে হবে।

ছাত্রজীবনে ফরেক্স ট্রেড করাটা ভালো নাকি মন্দ ?

ফরেক্স মার্কেট খুবই জটিল, যার ফলে আপনাকে সবসময় চিন্তায় থাকতে হয়। তাই ছাত্রজীবনে ফরেক্স মার্কেট বিষয়ে জ্ঞান অর্জন করে, ডেমো এ্যাকাউন্টে ট্রেড অনুশীলন করে দক্ষতা অর্জন করে পেশাদার ট্রেডার হলে ভালো। আর যদি অর্থ আয়ের লোভে পরে অন্যের কাছ থেকে অথবা পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ট্রেড করলে লস হওয়ার ঝুকি অনেক বেরে যায়। তাই ছাত্রজীবনে ফরেক্স শিখাটাই উত্তম কাজ।

আমি ফরেক্স মার্কেটে নতুন, কিন্তু আমি এখন থেকে কি ভাবে ফরেক্স থেকে আয় করবো ?

নতুন অবস্থায় ফরেক্স মার্কেট থেকে আয় করতে চাইলে আপনাকে দক্ষ ট্রেডারের ট্রেড কপি করতে হবে। এতে আপনার আয় হবে এবং কিছুটা ফরেক্স সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবেন। আপনি চাইলে ২টা ওয়েবসাইট থেকে ট্রেড কপি করতে পারেন। এই ২টি ওয়েবসাইটে অসংখ্য দক্ষ ট্রেডার রয়েছে, যাদের ট্রেড কপি করে আপনি আয় করতে পারবেন।নিম্নে ওয়েবসাইটের লিংক দেওয়া হলো-

(১)www.mql5.com/en/signals/mt4

(২) www.zulutrade.com/?t=m

কিভাবে ফরেক্স ট্রেড করলে প্রত্যেক মাসে লাভবান থাকা যাবে ?

অনেক ট্রেডার ফরেক্স থেকে বেশী লাভ করার আশায় বেশী ট্রেড করে এবং লস করে থাকে। তাই যদি আপনি ফরেক্স মার্কেট থেকে প্রত্যেক মাসে লাভ করতে চান, তাহলে কিছু নিয়ম-কানুন মেনে ট্রেড করতে হবে। নি¤েœ আমি ট্রেডের নিয়ম-কানুন তুলে ধরলাম।

(১)প্রত্যেক মাসে কতটুকু লাভ করতে চান, তা নির্ধারন করে রাখুন। দক্ষ ট্রেডাররা প্রত্যেক মাসে ৫%-২০% লাভ করার জন্য ট্রেড করে থাকে।

(২)ফরেক্স মার্কেটে সময় দেওয়া, এবং হাই ইম্প্যাক্ট নিউজের আগে মার্কেট এ্যানালাইসিস করা। কারণ, মার্কেটের ট্রেন্ড পরিবর্তন এর ক্ষেত্রে হাই ইম্প্যাক্ট নিউজ মূখ্য ভূমিকা পালন করে।

(৩)আপনার স্ট্রাটেজিকে ধীরে ধীরে উন্নয়ন করুন। কারণ, আপনার স্ট্রাটেজিতে আপনি যত দক্ষ হবেন, আপনার লাভ হওয়াটা বাঞ্চনিয় হয়ে উঠবে।

সর্বোপরি, ফরেক্স মার্কেটে প্রত্যেক মাসে লাভ করতে চাইলে আপনাকে প্রচুর পরিমাণে শিখতে হবে।

ফরেক্স মার্কেটে বেশী ট্রেড করে কি বেশী লাভ করা সম্ভব ?

ফরেক্স মার্কেটে বেশী ট্রেড করলে যে বেশী লাভ হবে এই কথা টা না মেনে ট্রেড করা খুবই উত্তম একটা কাজ। কারণ, বেশী ট্রেড করতে চাইলে আপনাকে বেশী বেশী এ্যানালাইসিস করতে হবে এবং বিভিন্ন টাইমফ্রেমে ট্রেড খুজতে হবে। কিন্তু বেশী ট্রেড করার ফলে আপনার মানি ম্যানেজমেন্ট এর নিয়ম-কানুন অনুসরণ না হতে পারে। যার ফলে আপনার মূলধন বিপদে থাকবে, এবং যে কোন দিন নিউজ ইম্প্যাক্ট এর কারণে আপনার মূলধন থেকে লস হয়ে যাওয়ার সম্ভবনা থাকে ৮০%। তাই বেশী ট্রেড না করে একটি পারফেক্ট ট্রেড করলে প্রত্যেক মাসে লাভবান থাকা যাবে।

ট্রেড করার জন্য সঠিক সময় কোনটি ?

ফরেক্স ট্রেডে কোন দিন বা রাত নেই। অসংখ্য ট্রেডার ২৪ ঘন্টার মধ্যে বিভিন্ন সময় ট্রেড করে থাকে। বাংলাদেশের কিছু ট্রেডার আছে যারা রাত ৩ টায় ট্রেড করে থাকে, এই ট্রেডগুলো সাধারণত অনেক দিনের জন্য খোলা হয়ে থাকে। বাংলাদেশের ট্রেডাররা স্বল্প সময়ে ট্রেড করে ভালো লাভ করার জন্য দুপুর ১ টা থেকে রাত ১০ টা হলো আদর্শ সময়।

কিভাবে সকল প্রকার ইন্ডিকেটর খুজে বের করবো ?

সঠিক ইন্ডিকেটর ব্যবহরের মাধ্যমে আপনি খুব সহজে টেকনিক্যাল এ্যানালাইসিস করতে পারবেন। আর সকল প্রকার ইন্ডিকেটর খুজে পাওয়ার জন্য আপনি এই www.mql5.com/en/code/mt4/indicators লিংকে ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে আপনি সকল প্রকার ইন্ডিকেটর খুজে পাবেন। আপনি এই ওয়েবসাইটে ইন্ডিকেটর এর রিভিউ দেখতে পারবেন। যার ফলে, আপনি সঠিক ইন্ডিকেটর খুব সহজে খুজে বের করে ব্যবহার করতে পারবেন।

কিভাবে একটি ফরেক্স স্ট্রাটেজি নির্বাচন করবো ?

আপনি যদি একটি সঠিক ফরেক্স স্ট্রাটেজি অনুসরণ করতে পারেন, তাহলে আপনি খুব সহজে ফরেক্স থেকে আয় করতে পারবেন। কিন্তু একটি সঠিক স্ট্রাটেজি নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয়বস্তুর উপর লক্ষ্য রেখে স্ট্রাটেজি নির্বাচন করতে হবে। নিম্নে বিষয়বস্তুগুলো তুলে ধরা হল-

১.একটি স্ট্রাটেজি যাতে ফরেক্স মার্কেটে বার বার ট্রেড নেওয়ার জন্য সিগন্যাল না দেয় যেমন, একবার বাই সিগন্যাল দেওয়া, একবার সেল সিগন্যাল দেওয়া।

২.মার্কেট ট্রেন্ড ফলো করে স্ট্রাটেজি ট্রেড সিগন্যাল দিবে। যেমন, মার্কেট ট্রেন্ড বুলিশ (উর্দ্ধমুখি) থাকলে স্ট্রাটেজিও বাই সিগন্যাল দিবে। মার্কেট ট্রেন্ড বেয়ারিশ (নিম্নমুখি) থাকলে স্ট্রাটেজিও সেল সিগন্যাল দিবে।

৩.স্ট্রাটেজি হবে সহজ। কারণ, ফরেক্স মার্কেট খুবই জটিল, এখান থেকে লাভ করাও কষ্টসাধ্য ব্যাপার। তাই স্ট্রটেজি যদি সহজ হয়, তাহলে আপনি খুব সহজে চার্ট পড়তে পারবেন এবং লাভজনক ট্রেডে এন্ট্রি নিতে পারবেন।

উপোরক্ত বিষয় বিবেচনা করে ট্রেডিং স্ট্রাটেজি নির্বাচন করলে, আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন।

একজন দক্ষ ট্রেডার হওয়ার জন্য কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে ?

একজন দক্ষ ট্রেডার হওয়ার জন্য আপনাকে টেকনিক্যাল এ্যানালাইসিস(ট্রেন্ডলাইন, সার্পোট-রেসিসটেন্ট, চার্টপ্যাটেন, ক্যান্ডল স্টিক), ফান্ডামেন্টাল এ্যানালাইসিস এবং সেন্টিমেন্ট এ্যানালাইসিস সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। এই ৩ টি এ্যানালাইসিসের উপর ভিত্তি করে একজন দক্ষ ট্রেডার ট্রেডে এন্ট্রি করে।

এ্যানালাইসিস শিখা শেষ হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে হবে। কারণ, ফরেক্স মার্কেটে টিকে থাকার মূল মন্ত্র হলো মানি ম্যানেজমেন্ট। আপনার অ্যাকাউন্টের মূলধন যদি লস করে ফেলেন, তাহলে তা পুনরুদ্ধার করা খুবই কষ্টকর। যদি আপনি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করেন, তাহলে লস হওয়ার সম্ভবনা অনেক কম থাকে।