ছুলি বা সৌদ

ছুলি বা সৌদ (চর্ম রোগ ) এর কারণ ও প্রতিকার


শরীরের বিভিন্ন স্থানে সাদা ফোটা ফোটা বা ছোপ ছোপ দাগ কে অনেকে ছুলি বা সৌদ বলে। এটি আমাদের দেশে একটি সাধারণ চর্ম রোগ যা যে কোনো বয়সেই হতে পারে। এর কারণ এক বিশেষ ধরণের ছত্রাক এর সংক্রমণ। সাধারণত ঘাম এর কারণে বা ঘর্মাক্ত ও অপরিষ্কার কাপড় দীর্ঘ সময় পরে থাকার কারণে এটি হতে পারে। অপরিস্কার ও সেঁতসেঁতে পরিবেশে বাস করার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য ও এ রোগ হতে পারে।

এটি কোনো কঠিন রোগ নয়। চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী গোসল এর সময় কিটোকোনাজেল সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহারে এ রোগের প্রতিকার পাওয়া যেতে পারে। এ রোগ হতে প্রতিকারের জন্য নিয়মিত গোসল করা, আলো বাতাস পূর্ণ পরিবেশে বাস করা ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি।