কিডনি তে পাথর এর লক্ষণ কি? এর প্রতিকার কি?
পস্রাবের সময় জ্বালা পোড়া, পিঠের নিচে দু পাশে তীক্ষ্ণ ব্যথা, পস্রাবের গতি কমে যাওয়া, বাজে গন্ধ, একই সাথে জ্বর ইত্যাদি হলো কিডনি তে পাথর হওয়ার লক্ষণ। এ রোগ নির্ণয়ের জন্য xray ও আলট্রা সোনোগ্রাম করানো লাগতে পারে যা ডাক্তার এর পরামর্শ অনুযায়ী করতে হবে। এ রোগ প্রতিরোধ এর জন্য পরিমিত পানি পান করতে হবে (দিনে ৬-৮ গ্লাস )। লবন ও লবন জাতীয় খাবার কম খেতে হবে। দুধ, পনির, দই, কমলা জাতীয় ফল এ রোগ প্রতিরোধ এ কার্যকরী। নিয়মিত শরীরচর্চা এবং skipping এ ক্ষেত্রে খুব উপকারী।
সবার জন্য শুভকামনা।