মানব জীবনে পরিবার খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আপনি খেয়াল করে দেখেন আপনার জীবনে অনেক বন্ধু এসেছে আবার চলে গেছে। আবার আপনার জীবনে কয়েকবার বা একবার ভালোবাসা এসেছে তা আবার চলেও গেছে, খুব কম সংখক মানুষ ভালোবাসায় সফল হয়। কিন্তু আপনি এখনো আপনার পরবিরের সাথে আছেন। যদি পরিবার না থাকতো তাহলে আপনার জীবন যাযাবর এর মতো হতো, জীবনে কোনো উন্নতি হতো না। তাছাড়া, পরবিয়ার না থাকার কারণে আপনি ভালো মন্দ বিচার না করে চলতে হতো যার ফলে আপনার ভবিষ্যত অন্ধকার হয়ে যেত। তাই মানব জীবনে পরিবার খুবই গুরুত্বপূর্ণ , কারণ মানুষের জীবনে প্রথম শিক্ষা লাভ হয় পরিবার থেকে।