ঢাকা থেকে সাজেক যাওয়ার একমাত্র উপায় হলো বাস। বাস ভাড়া ৮০০ টাকা থেকে শুরু করে ১৮০০ টাকা পর্যন্ত আছে। আপনাকে বাসে করে খাগড়াছড়ি যেতে হবে। তারপর খাগড়াছড়ি শহর থেকে জিপ দিয়ে সাজেক যেতে পারবেন। জিপ এর ভাড়া ৬০০০ টাকা থেকে ৮০০০ টাকা পর্যন্ত। দুইজন হলে সিএনজি দিয়ে সাজেক যেতে পারবেন। সিএনজি এর ভাড়া আসা যাওয়া মিলিয়ে ৪৫০০ টাকা।
Author: Rezaul Hoque
ঢাকা থেকে কক্সবাজার কিভাবে যাবো ?
ঢাকা airport থেকে কক্সবাজার এর বিমান ভাড়া হলো ৪৫০০ টাকা থেকে ৪৮০০ টাকা। আপনি যত আগে টিকেট বুকিং দিবেন ভাড়া তত কম হবে। আর বিমানে সবচেয়ে তাড়াতাড়ি যেতে পারবেন। বিমানে ঢাকা থেকে কক্সবাজার যেতে ৪৫ মিনিট সময় লাগে।
কিছুদিন পর ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চালু হবে। তখন আরামে কম খরচে কক্সবাজার যেতে পারবেন। বাসে করে কক্সবাজার যেতে ভাড়া সর্বনিম্ন ৪০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত আছে। রাতে বাসে করে রওনা হলে আপনি সকালে কক্সবাজার পৌঁছাতে পারবেন।
ঢাকা থেকে খুলনা কিভাবে যাবো ?
ঢাকা থেকে খুলনা যেতে হলে আপনি মাওয়া ঘাট বা আরিচা ঘাট হয়ে যেতে পারেন। আপনি যমুনা ব্রিজ হয়েও যেতে পারেন তবে সে ক্ষেত্রে সময় বেশি লাগবে। সায়দাবাদ থেকে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা বাস ভাড়া দিয়ে আপনি খুলনা যেতে পারেন। এক্ষেত্রে আপনার সমই লাগবে ৫ ঘণ্টা। তবে কিছুদিন পরে পদ্মা সেতু হয়ে গেলে তিন ঘণ্টায় যেতে পারবেন। আপনি আরিচা ঘাট হয়েও খুলনা যেতে পারেন। তবে আরিচা ঘাট থেকে খুলনা পর্যন্ত রাস্তা তুলনামূলক খারাপ। মতিজিল থেকে প্রায় ৭০০ টাকা বাস ভাড়া দিয়ে আপনি খুলনা যেতে পারেন। এতে সময়ও তুলনামূলক বেশি লাগে। আপনি ঢাকার কমলাপুর থেকে রেল করেও খুলনা যেতে পারেন। রেলগাড়ি যমুনা সেতু দিয়ে যায়। এক্ষেত্রে সময় লাগবে ১০ ঘণ্টার মতো। তবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে এই সময় তিন ভাগের একভাগ নেমে আসবে। আপনি বিমানে করেও খুলনা যেতে পারেন। এতে ভাড়া পরবে ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। সময় লাগবে ৩০ মিনিট। ঢাকা airport থেকে বিমানে উঠতে হয়।
কোনটা ভালো ল্যাপটপ নাকি ডেস্কটপ ?
আমি একটি computer কিনতে চাই। আমি বাসায় বসে কাজ করি। আমার জন্য কোন কম্পিউটার ভালো হবে ? ল্যাপটপ নাকি ডেস্কটপ।
আপনার যদি কাজের জন্য বাহিরে যাওয়া লাগে তাহলে ল্যাপটপ ভালো হবে। কিন্তু ডেস্কটপ কাজের জন্য ভালো। যেমন একটা core i ৫ ল্যাপটপ এর চেয়ে core i ৫ desktop ভালো কাজ করে। একটা ৮ জিবি ল্যাপটপ ram এর চেয়ে ৮ জিবি ডেস্কটপ RAM ভালো কাজ করে। একই configuration এর ল্যাপটপ এর চেয়ে ডেস্কটপ বেশি কার্যকর। যারা অনেক বেশি কাজ করে তাদের জন্য ডেস্কটপ ভালো। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে তাদের জন্য ডেস্কটপ খুবি বেশি ভালো।
কারা আসল বাঙালি ?
কারা আসল বাঙালি। কলকাতার মানুষ নাকি বাংলাদেশ এর । মানুষ। আসামের মানুষ ও নাকি বাংলা বলে। তাহলে আসল বাঙালি কারা ?
আসলে বাঙালি বলা হয় যারা মূলত বাংলা ভাষায় কথা বলে। সে ক্ষেত্রে কলকাতা বা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম ও ত্রিপুরা তে অনেক বাংলা ভাষাভাষী লোক বসবাস করেন। তাই তারা সবাই আসল বাঙালি। আরেক সঙ্গা অনুযায়ী মুগল আমলে যারা বাঙাল প্রদেশ এ বসবাস করতেন তাদেরকে বাঙালি বলা হতো। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এই দুই জাতীয় লোককে বাঙালি বলা হয়। তবে বাংলার শেষ নবাব সিরজউদ্দৌলার আমলে বাংলা অনেক বড় ছিলো। তখন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মিলে বাংলা ছিলো।
General dairy কিভাবে করবো ?
আমাদের কনো কিছু হারিয়ে গেলে General dairy বা সংক্ষেপে জিডি করা লাগে। জিডি অবশ্যই আপনার থানায় করবেন। একটি সাদা পাতায় অ্যাপ্লিকেশন এর মতো জিডি করতে হয়। সবচেয়ে ভালো হয় আপনি নিজে না করে ওই থানায় জিডি এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করতে পারেন।
কোনটা ভালো ল্যাপটপ নাকি ডেস্কটপ?
আমি একটি computer কিনতে চাই। আমি বাসায় বসে কাজ করি। আমার জন্য কোন কম্পিউটার ভালো হবে ? ল্যাপটপ নাকি ডেস্কটপ।
নতুন ব্যাংক একাউন্ট
নতুন ব্যাংক একাউন্ট খুলতে কি কি document লাগবে ?
নতুন ব্যাংক একাউন্ট বা হিসাব খুলতে হলে প্রথমে আপনাকে সবালক হতে হবে। সবালোক না হলে বাবা , মা, ভাই , বন যেকোনো নিকট আত্মীয় স্বজনের document দিতে হবে। নিজের যা যা লাগবে : ভোটার আইডি কার্ড। দুই কপি passport size ছবি। আয়ের উৎস এর কাগজ। যেমন ট্রেড লাইসেন্স, salary statement নমিনি এর ছবি আর ভোটার আইডি কার্ড। একই ব্যাংক এ আগে যার একাউন্ট আছে তার নাম আর signature। এটা না থাকলে ব্যাংক এর কর্মকর্তা গণ বেবস্থা করে দিবেন ।
Piles বা অর্শ্বরোগ
Piles বা অর্শ্বরোগ এর ব্যাথা কিভাবে কমাবো ?
আমার অর্শ্বরোগ আছে। মাঝে মাঝে ব্যাথা করে। ব্যাথা কমানোর কোনো উপায় আছে ?
আপনি অর্শ্বরোগ এর ব্যাথা কমাতে পারেন কিন্তু অপারেশন হলো এর একমাত্র সমাধান। আপনি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন। দ্রুত ব্যাথা কমানোর জন্য কিছু ব্যাথা কমানোর স্প্রে পাওয়া যায়। তা ব্যাবহার করতে পারেন। তবে ব্যাথা নাশক না ব্যবহার করাই উত্তম। আপনি hip bath নিতে পারেন। এতে করে ব্যাথা কমে যাবে। গরম পানির সেক নিতে পারেন। একটি বোলে গরম পানি রেখে তাতে কিছুটা লবণ অথবা biodin অর্থাৎ ১% আয়োডিন এর মিশ্রণ দিয়ে তার উপর বসে ভাপ নিতে পারেন। এছাড়া আপনি তেল কম খাবেন। মোটা চাউল এর ভাত খাবেন। পায়খানা যেনো পাতলা থাকে ওই ধরনের খাবার খাবেন। পায়খানা পাতলা রাখার জন্য গ্লিসারিন dose নিতে পারেন।
দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত-এর মধ্যে পার্থক্য জানাবেন কি?
দেওয়ানী আদালত: দেওয়ানী মামলাসমূহ (জায়গা জমি, অর্থসংক্রান্ত, এবং পদের অধিকার সংক্রান্ত) যে আদালতে উপস্থাপন করা হয় তাকে দেওয়ানী আদালত বলা হয়। এই আদালতের বিচারককে জেলা জজ বলা হয়।
দেওয়ানী মামলা করার জন্য প্রথমেই বিচারকের নিকট পিটিশন দাখিল করতে হয়।
ফৌজদারি আদালত: অপরাধ সম্পর্কিত মামলাসমূহ এবং অপরাধী কে যে আদালতে উপস্থাপন করা হয় তাকে আমরা ফৌজদারি আদালত বলে থাকি। আর এই আদালতের বিচারকে দায়রা জজ বলা হয়।
এই মামলায় প্রথমে আসামিদের গ্রেপ্তার করার পরে তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়।
আসামি রিমান্ডে গেলে কি ধরনের শাস্তি ভোগ করতে হয়?
রিমান্ড কথাটির সোজা মানে হচ্ছে মামলা তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা কর্তৃক আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশের হেফাজতে নিয়ে আসা। রিমান্ডে এনে আসামিকে কোনো প্রকার শারীরিক বা মানসিক নির্যাতন করা সম্পূর্ণ বেআইনি। জোরপূর্বক বা আসামির ইচ্ছার বিরুদ্ধে আদায়কৃত স্বীকারোক্তি আদালতে তার বিরুদ্ধে ব্যবহৃত হয় না।