আপনি যদি একটি সঠিক ফরেক্স স্ট্রাটেজি অনুসরণ করতে পারেন, তাহলে আপনি খুব সহজে ফরেক্স থেকে আয় করতে পারবেন। কিন্তু একটি সঠিক স্ট্রাটেজি নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয়বস্তুর উপর লক্ষ্য রেখে স্ট্রাটেজি নির্বাচন করতে হবে। নিম্নে বিষয়বস্তুগুলো তুলে ধরা হল-
১.একটি স্ট্রাটেজি যাতে ফরেক্স মার্কেটে বার বার ট্রেড নেওয়ার জন্য সিগন্যাল না দেয় যেমন, একবার বাই সিগন্যাল দেওয়া, একবার সেল সিগন্যাল দেওয়া।
২.মার্কেট ট্রেন্ড ফলো করে স্ট্রাটেজি ট্রেড সিগন্যাল দিবে। যেমন, মার্কেট ট্রেন্ড বুলিশ (উর্দ্ধমুখি) থাকলে স্ট্রাটেজিও বাই সিগন্যাল দিবে। মার্কেট ট্রেন্ড বেয়ারিশ (নিম্নমুখি) থাকলে স্ট্রাটেজিও সেল সিগন্যাল দিবে।
৩.স্ট্রাটেজি হবে সহজ। কারণ, ফরেক্স মার্কেট খুবই জটিল, এখান থেকে লাভ করাও কষ্টসাধ্য ব্যাপার। তাই স্ট্রটেজি যদি সহজ হয়, তাহলে আপনি খুব সহজে চার্ট পড়তে পারবেন এবং লাভজনক ট্রেডে এন্ট্রি নিতে পারবেন।
উপোরক্ত বিষয় বিবেচনা করে ট্রেডিং স্ট্রাটেজি নির্বাচন করলে, আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন।