আপওয়ার্কে কি ভাবে জবে বিড করলে কাজ পাওয়ার সম্ভবনা বেশী থাকে ?

আপওয়ার্কে যে কোনো প্রজেক্ট এ কাজ করার জন্য আপনাকে বিড করতে হবে। বিড এর মাধম্যে আপওয়ার্কে ৮৫% কাজ দেওয়া হয়। তাই বিড করার সময় কিছু কৌশল অবলম্বন করলে প্রজেক্ট কাজ করার সুযোগ অনেক বেড়ে যায় এবং ঘন্টা হিসেবে জব পাওয়া যায়। বিড করার সময় ক্লায়েন্ট এর নাম কভার লেটারে যোগ করে দিলে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি উনার প্রোফাইল দেখছেন। কভার লেটারে প্রজেক্ট এর ব্যাপারে আলোচনা করবেন কিন্তু সংক্ষিপ্ত ভাবে। কখনো কপি করা কভার লেটার দিবেন না, এতে কাজ পাওয়ার সুযোগ একদমই নেই বললেই চলে। নিজে টাইপ করে কভার লেটার লিখে জব এ বিড করবেন সবসময়।