বাংলদেশের আইনানুসারে যে অপরাধ বেশি মারাত্মক সেই অপরাধের অবশ্যই সর্বোচ্চ সাজা হয় মৃত্যুদণ্ড।নিম্নে অপরাধ গুলো এবং এর সাজসমূহ তুলে ধরা হলো-
- বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা সহায়তা করা।(১২১ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড)
- বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করা বা সহায়তা করা।(১৩২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড)
- মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে কারো মৃত্যুদণ্ড কার্যকর হলে।(১৯৪ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড)
- খুন করলে। (৩০২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড)
- যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত ব্যাক্তি কাউকে খুন করলে।(৩০৩ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড)
- কোন ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করে আন্তহত্যা করলে।(৩০৫ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড)
- এসিড জাতীয় পদার্থ দিয়ে কোন ব্যক্তিকে গুরুতর জখম করলে।(৩২৬ক ধারা মোতাবেক মৃত্যুদণ্ড)
- দশ বৎসরের নিচের কোন ব্যক্তিকে কোনো প্রকার ক্ষতি করলে।(৩৬৪ক ধারা মোতাবেক মৃত্যুদণ্ড)
- খুনসহ ডাকাতি করলে।(৩৯৬ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড)