সাজেক ভ্যালি

বর্তমান সময়ের ভ্রমণ পিপাসুদের জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো সাজেক। সুমদ্র পৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উঁচুতে অবস্থিত হওয়ায় সাজেক থেকে মেঘ স্পর্শ করা যায় মাঝে মাঝে। ভৌগোলিক কারণে দীঘিনালা থেকে সাজেকে যাতায়াত করতে হয়।

সাজেকে যাওয়ার জন্য জুলাই-নভেম্বর মাস খুবই ভালো সময়, কারণ এই সময় বেশী মেঘের খেলা দেখা যায়। সাজেকে গেলে আপনি দেখতে পারবেন সারি সারি পাহাড়, সাদা শুভ্র তুলার মতো মেঘ। এছাড়া, ক্ষনে ক্ষনে রূপ বদলায় সাজেকের প্রকৃতি, যা আপনাকে ভিন্ন রকম একটা অভিজ্ঞতা দিবে। সাজেকে ঘুরতে গেলে আপনি চাইলে ঘুরে দেখতে পারবেন কংলক পাহাড়, কংলক পাহাড়ের লুসাই উপজাতি এবং তাদের এলাকা, ২ ঘন্টা ট্রেকিং করে দেখতে পারবেন কোমলক ঝর্ণা।

সাজেক যাওয়ার জন্য আপনাকে প্রথমে খাগড়াছড়ি আসতে হবে। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে জীপ গাড়ি/চান্দের গাড়ি ভাড়া নিয়ে সাজেক যেতে হবে। যদি গাড়ি ম্যানেজ না হয়, তাহলে সিএনজি দিয়ে সাজেক যেতে পারবেন।কিন্তু পাহাড়ি রাস্তায় সিএনজি ব্যবহার না করাই ভালো।