কুষ্টিয়ার লালন মেলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অবস্থিত ফকির লালন শাহের মাজার। এই কুমারখালীতে লালন শাহ তার শিষ্যদের নীতি এবং আধ্যাত্মিক শিক্ষা দিতেন, এবং লালন শাহের মৃত্যুর পর তাকে এখানেই দাফন করা হয়। লালন শাহ প্ৰত্যেক শীতে তার শিষ্যদের নিয়ে একটি মহাউৎসব এর আয়োজন করতেন। সেখান গান এবং আলোচনা হতো। তার মৃত্যুর পর তার শিষ্যরা এই মহাউৎসব এর আয়োজন করেন। এখনো এই মহাউৎসব প্রত্যেক শীতে হয়ে থাকে। এই উৎসবে বাংলদেশের বেশিরভাগ সংস্কিতিমনা মানুষ যোগ দিয়ে থাকে।

ফকির লালন শাহের আখড়ায় যে মেলা হয় তাকে সাধারণত লালন মেলা বলা হয়। এই মেলা বছরে ২ বার হয়ে থাকে। একবার হয় দোল পূর্ণিমার সময় এবং আর একবার হয় কার্তিক মাসের ১ তারিখ।

লালন শাহের আখড়ায় যেতে চাইলে সর্ব-প্রথম আপনাকে কুষ্টিয়া সদরে আসতে হবে। সেখান থেকে রিক্সা বা সিএনজি নিয়ে আপনি লালন শাহের আখড়ায় যেতে পারবেন।