পটুয়াখালী জেলার দর্শনীয় এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির নাম সমূহ

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালী জেলা। বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলার ঐতিহ্য বহন করে। কুয়াকাটা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য আদর্শ জায়গা।একমাত্র কুয়াকাটা এসেই সাগরের নানা রূপ বিভিন্ন ঋতুতে উপভোগ করা সম্ভব। পটুয়াখালী জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • কুয়াকাটা সমুদ্র সৈকত
  • ফাতরার চর।
  • বৌদ্ধ মন্দির।
  • কজালার চর। 
  • সোনার চর।
  • কানাই বলাই দিঘী। 
  • রাখাইন পল্লী।
  • হযরত ইয়ার উদ্দিন খলিফার মাজার। 
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 
  • পয়রা সমুদ্র বন্দর।
  • মজিদবাড়িয়া মসজিদ।
  • সীমা বৌদ্ধ বিহার।
  • পানি যাদুঘর।
  • কালাইয়া প্রাচীন বন্দর।
  • এশিয়ার বৃহত্তম বীজ বর্ধন খামার।

এই দর্শনীয় স্থান গুলোর ব্যাপারে আরো জানতে চাইলে ইউটুব অথবা গুগল এ সার্চ করে জানতে পারবেন।