ট্রাফিক আইন মেনে চলার প্রতি বাংলাদেশের মানুষের এতো অনীহা কেন ?

বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি আইন না মানলেই সুবিধা। একটা ছোট ক্রসিং করার জন্য একটা যানকে কয়েক কিলোমিটার ঘুরে আসতে হয় আবার একজন পথচারীকে দোতলা সমান ওভারব্রিজে উঠতে-নামতে হয়। বেআইনিভাবে রাস্তা পার হলে তাদের কষ্ট অনেক কমে যায়। এছাড়া, কিছু চিরায়ত কারণে ট্রাফিক আইন মানতে চাই না, যা নিম্নে তুলে ধরা হলো-

  • অভ্যাস না থাকা।
  • দ্রুত সুবিধা লাভ করার আশায়।
  • ট্রাফিক আইন সমন্ধে জ্ঞানের অভাব।