বাংলাদেশে বর্তমান আইনে অপহরণের শাস্তি কী ?

অপহরণ বলতে কিডনাপ বা এবডাকশন বোঝায়।

অপহরণের শাস্তি মূলত অপহরণের উদেশ্যের উপর ভিত্তি করে। ৩৬৩ নং ধারা অনুযায়ী সাধারণ অপহরণের শাস্তি সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং জরিমানা।

আবার যদি মার্ডারের উদ্দেশ্যে অপহরণ করা হয় তাহলে (৩৬৪ নং ধারা অনুযায়ী)যাবজ্জীবন বা দশবছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে।

আটকে রাখার উদ্দেশ্যে অপহরণ করলে সাত বছর পর্যন্ত (৩৬৫ নং ধারা অনুযায়ী), কোন মহিলাকে জোর পূর্বক বিয়ে বা সেক্সের জন্য অপহরণ হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে (৩৬৬ নং ধারা অনুযায়ী)।

এরকম আরো বহু ধরনের অপহরণ আছে এবং প্রত্যেকের আলাদা শাস্তি আছে। সবগুলো দেখে নিন বাংলাদেশ দণ্ডবিধির ৩৫৯-৩৭৪ নং ধারা পযন্ত।