ই-কমার্স ব্যবসা শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে প্রোডাক্ট নির্বাচন করতে এবং প্রোডাক্ট এর চাহিদা সমন্ধে জানতে হবে| প্রোডাক্ট বিক্রি করার জন্য কোন প্লাটফ্রম ব্যবহার করবেন তা নির্বাচন করতে হবে, যেমন আপনি ফেইসবুক পেজ ব্যবহার করবেন নাকি অন্য কোনো সোশ্যাল অথবা মার্কেটিং সাইট ব্যবহার করবেন| এরপর আপনি আপনার ব্র্যান্ডিং ডিজাইন করাবেন, যেমন লোগো, কভার ফটো ইত্যাদি| কাস্টমার টার্গেট করে মার্কেটিং শুরু করতে হবে| সবচেয়ে বড় কথা হলো প্রথম দিকে হতাশ হলে হবে না ধৈর্য ধরতে হবে|
Author: Rezaul Hoque
ই-কমার্স ব্যাবসায় নিজস্ব ব্রান্ডের ওয়েবসাইটের গুরত্ব কতটুকু ?
আমাদের দেশে অনেকেই শুধু ফেইসবুক পেজ দিয়ে ই-কমার্স ব্যবসা করে থাকে। যার ফলে, তাদের ব্যবসা ১টা অদৃশ্য বিপদের সমুক্ষিন থাকে| যেমন মাঝে মাঝে ফেইসবুক এর রুলস ভঙ্গ হলে পেজ বন্ধ করে দেয় ফেইসবুক কর্তৃপক্ষ। তাছাড়া অনেকেই রিপোর্ট দিয়ে পেজ বন্ধ করিয়া দেয় বা হ্যাকার হ্যাক করে ফেইসবুক পেজ তা নিয়ে নষ্ট করে দেয়| যার অনেক কষ্ট করে তৈরী করা ইকমার্স বিজনেজ পেজ শেষ হয়ে যাই, সাথে শেষ হয়ে যাই কষ্ট করে গড়ে তোলা ব্যবসা। কিন্তু আপনি নিজের ব্রান্ডের ওয়েবসাইট অন্য সব অনলাইন মার্কেটিং এ অ্যাড করে দেন এতে আপনি অনেক অ্যাডভান্টেজ পাবেন| যেমন আপনার ফেইসবুক পেজ খুব সহজে ভেরিফাই করতে পারবেন, যার ফলে আপনার ফেইসবুক পেজ অনেক সম্যসা থেকে রক্ষা পাবে|
পেপাল এর পরিবর্তে আমরা কোন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারি ?
পেপাল এর পরিবর্তে আমরা পারফেক্ট মানি ব্যবহার করতে পারি। কারণ, পারফেক্ট মানি পেপাল এর মতোই সুযোগ সুবিধা প্রদান করে। তাছাড়া, পারফেক্ট মানি ওয়ার্ল্ড এর সব ওয়েবসাইট পেমেন্ট গেটওয়ে হিসেবে গ্রহণ যোগ্যতা আছে। পারফেক্ট মানি তে আপনি ডলার, ইউরো, গোল্ড ও বিটকয়েন এর ট্রানিজকশন করতে পারবেন। ফ্রীলান্সিং, ফরেক্স মার্কেট এবং অনলাইন বেটেটিং সাইট সহ যেকোনো ওয়েবসাইটে পারফেক্ট মানি দ্বারা লেনদেন করতে পারবেন।
কিভাবে যে কোনো ওয়েবসাইট এর রিভিউ চেক করবো ?
বর্তমানে সকল মাল্টিন্যাশনাল কোম্পানির ওয়েবসাইট রয়েছে। তাছাড়া, বিভিন্ন ফ্রীল্যান্সিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ওয়েবসাইট রয়েছে, এছাড়াও বিভিন্ন রকম অনলাইন ওয়েবসাইট রয়েছে। এইসব ওয়েবসাইট দেখে আপনি কোম্পানি ট্রাস্টেড নাকি ফ্রড বুঝতে পারবেন না। তাই আপনি www.trustpilot.com ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন কোম্পানির রিভিউ জানতে পারবেন। এই ওয়েবসাইট এর মাধম্যে প্রত্যেক ওয়েবসাইট বা কোম্পানির রিভিউ নেওয়া হয়।
স্ক্রিল ব্যবহারে কি সুযোগ সুবিধা পাওয়া যায় ?
বাংলাদেশী ফ্রীলান্সারদের কাছে এখন স্ক্রিল খুবই জনপ্রিয়। নিম্নে স্ক্রিল ব্যবহারের সুযোগ সুবিধা তুলে ধরা হলো-
- ২০০+ দেশে ব্যবহার করা যায়|
- ব্যক্তিগত ও ব্যবসায়ী কাজে ব্যবহার করা যায়|
- ফরেক্স ব্রোকার এ ইনভেস্ট করা যায়|
- খুব কম খরচে ব্যাঙ্ক একাউন্ট এ ট্রান্সফার করা যায়|
- ক্রিপ্টো কারেন্সী ক্রয়-বিক্রয় করা যায়|
- ভার্চুয়াল মাস্টার কার্ড প্রদান করে|
- মোবাইল সফটওয়্যার দিয়েও লেনদেন সম্পন্ন করা যায়|
উপরোক্ত কারণে স্ক্রিল এতো জনপ্রিয়|
কি কারণে পেওনিয়ার একাউন্ট এপ্রুভ করে না ?
সাধারণত ৩ দিন কাৰ্য দিবসের মধ্যে পেওনিয়ার একাউন্ট এপ্রুভ করে| কিন্তু যদি আপনি আপনার সম্পূর্ণ তথ্য না দেন তাহলে ৩ দিন কার্য দিবসের মধ্যে এপ্রুভ হবে না| তাছাড়া, প্রধানত ৩ টি কারণে পেওনিয়ার একাউন্ট এপ্রুভ করে না| নিম্নে ৩টি কারণ দেওয়া হলো-
- যদি আপনার পূর্বে কোনো পেওনিয়ার একাউন্ট থাকে|
- যদি আপনার দেশে পেওনিয়ার এর ব্যবসা করার অনুমতি না থাকে|
- যদি আপনার পূর্বের পেওনিয়ার একাউন্ট ব্লক হয়ে থাকে পেওনিয়ার কর্তৃপক্ষের জন্য|
উপরোক্ত ৩টি কারণে পেওনিয়ার একাউন্ট এপ্রুভ করে না|
বাংলদেশী ফ্রিল্যান্সারদের ও ফরেক্স ট্রেডার দের কোন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা উচিৎ ?
বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে পেওনির, স্ক্রিল, ওয়েব মানি, পারফেক্ট মানি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা উচিৎ। কিন্তু যারা ফ্রিল্যান্সার, তারা স্ক্রিল ও পেওনির ব্যবহার করলে ভালো হয়। আর যারা ফরেক্স ট্রেডার, তারা পারফেক্ট মানি ও ওয়েব মানি ব্যবহার করলে ভালো হয়।
কি ভাবে একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠবো ?
একজন দক্ষ ফ্রিল্যান্সার এর ইনকাম ভালো হয় এবং এদের চাহিদা ফ্রিল্যান্স মার্কেট এ অনেক বেশি। কিন্তু দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু তা কৌশল অবলম্বন করে করতে হবে| যেমন বিভিন্ন গ্রুপ এর সাথে যুক্ত থাকতে হবে যারা আপনার স্কিল এর সাথে যুক্ত. নতুন নতুন কাজ সম্বন্ধে আইডিয়া রাখতে হবে এবং প্রাকটিস করতে হবে| অবসর সময়ে নিজের পোর্টফোলিও তে নিজের কাজ দেয়া সাজাবেন এবং নতুন কিছু শিখতে চেষ্টা করবেন। তাহলে আপনি ধীরে ধীরে একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠবেন|
ফ্রিল্যান্সিং বিভাগে কোন সব স্কিল বা কাজের চাহিদা বেশী ?
বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটে কিছু কাজ এর চাহিদা অনেক বেশি. কারণ ঐসব কাজ প্রতক্ষ ভাবে ব্যবসার সাথে জড়িত| নিম্নে কাজের নাম গুলো দেওয়া হলো-
- ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট।
- গ্রাফিক্স ডিজাইন।
- কনটেন্ট রাইটিং।
- ডিজিটাল মার্কেটিং।
- ভিডিও তৈরি ও এডিট।
- ডাটা এন্ট্রি|
তাছাড়া আরো অনেক কাজ রয়েছে ফ্রিল্যান্সিং মার্কেট এ|
কিভাবে আয়ের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন স্কিল উন্নয়ন করা যায় ?
গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা পুরো বিশ্বে রয়েছে| তাই গ্রাফিক্স ডিসাইন ঠিক মতো আয়ত্ত করতে পারলে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হয় না| যদি আপনি খুব অল্প সময়ে নিজের গ্রাফিক্স ডিজাইন এর দক্ষতা বাড়াতে চান পাশা পাশি আয় করতে চান তাহলে আপনি 99design.com ও freelancer.com বিভিন্ন রকম গ্রাফিক্স ডিজাইন এর উপর প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ওসব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ডিজাইন প্রাকটিস করে এবং নতুন কিছু তৈরি করার জন্য চেষ্টা করলে আপনার স্কিল অনেক উন্নত হায়েজ যাবে এবং যদি আপনি কোনো প্রতিযোগিতা তে জয় লাভ করেন তাহলে ডলার পাবেন| তাছাড়া আপনি নতুন নতুন ডিজাইন প্রাকটিস করে freepik.com এ আপলোড করে রাখতে পারেন| আপনার ডিজাইন যত বেশি ডাউনলোড আপনি তত বেশি টাকা পাবেন| কিন্তু আপনার উচিত প্রথমে টাকার পিছে না ছুটে ভালো ভাবে দক্ষতা অর্জন করুন|