কি ভাবে ই-কমার্স ব্যাবসা শুরু করতে হবে ?

ই-কমার্স ব্যবসা শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে প্রোডাক্ট নির্বাচন করতে এবং প্রোডাক্ট এর চাহিদা সমন্ধে জানতে হবে| প্রোডাক্ট বিক্রি করার জন্য কোন প্লাটফ্রম ব্যবহার করবেন তা নির্বাচন করতে হবে, যেমন আপনি ফেইসবুক পেজ ব্যবহার করবেন নাকি অন্য কোনো সোশ্যাল অথবা মার্কেটিং সাইট ব্যবহার করবেন| এরপর আপনি আপনার ব্র্যান্ডিং ডিজাইন করাবেন, যেমন লোগো, কভার ফটো ইত্যাদি| কাস্টমার টার্গেট করে মার্কেটিং শুরু করতে হবে| সবচেয়ে বড় কথা হলো প্রথম দিকে হতাশ হলে হবে না ধৈর্য ধরতে হবে|