সেন্টমার্টিন

বাংলাদেশের মূল ভুখন্ড থেকে সর্ব দক্ষিণে অবস্থিত সেন্টমার্টিন। ১৭ বর্গ কিলোমিটারের ক্ষুদ্র এই দ্বীপকে স্থানীয় ভাষায় বলা হয় নারিকেল জিঞ্জিরা। প্রাকৃতিক ভাবে এই দ্বীপটি খুবই সুন্দর। কারণ, চারপাশে সমুদ্র, নীল আকাশ এবং সারি সারি নারিকেল গাছ এই দ্বীপটিকে অপূর্ব সুন্দর করে তুলেছে। যারা নির্জন ভাবে সমুদ্র উপভোগ করতে চান, তাদের জন্য সেন্টমার্টিন আদর্শ জায়গা। অনেকেই কক্সবাজার এবং সেন্টমার্টিন একসাথে ঘুরতে আসে। কারণ, এতে খরচ কিছুটা কম হয়। কক্সবাজার থেকে সেন্টমার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার, এছাড়া খুব সহজে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়া যায়।

সেন্টমার্টিন যাওয়ার জন্য বেশির ভাগ জাহাজ টেকনাফ থেকে ছাড়া হয়। তাই আপনাকে সর্বপ্রথম টেকনাফ আসতে হবে সকাল ৯টার আগে। কারণ সকাল ৯টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যায়। ঢাকা থেকে টেকনাফের বাস পাওয়া যায়। শ্যামলী, হানিফ, সেন্টমার্টিন পরিবহন, ঈগল, এস. আলম পরিবহন, মডার্ণ লাইন, গ্রীন লাইন সরাসরি টেকনাফ যাওয়া যায়। এছাড়া, যারা কক্সবাজার ঘুরতে আসেন তারা কক্সবাজার থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস শীপ দিয়ে সেন্টমার্টিন পৌঁছাতে পারবেন।