এসিড নিক্ষেপকারীর শাস্তি ?

যদি কোনো অপরাধী এসিড দ্বারা কোনো ব্যক্তির মিত্তু ঘটান তাহলে তাকে যাবজ্জীবন সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং এক লক্ষ তাকে জরিমানা হবে।

যদি কোনো অপরাধী এসিড নিক্ষেপ করে কোনো ব্যক্তিকে আহত করে এবং অঙ্গহানি করে তাহলে তাকে যাবজ্জীবন বা সাত বছরের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে।

যদি কোনো অপরাধী এসিড নিক্ষেপ করার চেষ্টা করে তাহলে তার তিন বছরের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে।

এছাড়া, আপনি দন্ডবিধি ৩২৬-ক ধারায় এসিড নিক্ষেপ নিয়ে সকল আইনের ধারা লিখা আছে।