ভিন্ন রকম অভিজ্ঞতা অর্জনের জন্য শ্রী শ্রী লোকনাথ বারদী লোকনাথ আশ্রম আদর্শ জায়গা। কারণ, এই খানে ধর্ম-বর্ণ-জাতি বিভেদ বলতে কিছু নেই, এই জায়গা তে সকল মানুষ সমান, সকল মানুষের মিলন মেলা। ১৮৬৩ সালে লোকনাথ ব্রহ্মচারী বারদী গ্রামে নিবিড় পরিচর্যায় এই আশ্রম গড় তুলেন। বর্তমানে প্রতিদিন অনেক মানুষ এইখানে ভিড় করে।
ঢাকার গুলিস্থান থেকে বোরাক, দোয়েল বা স্বদেশ বাসে চড়ে নারায়ণগঞ্জের মোর্গাপাড়া চৌরাস্তা নেমে সিএনজি বা রিক্সায় করে শ্রী শ্রী লোকনাথ বারদী লোকনাথ আশ্রমে পৌঁছে যাবেন।