টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ মসজিদ। ২০১৩ সালের জানুয়ারী মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যান ট্রাস্টের উদ্যোগে ১৫ বিঘা জমির উপর এর নির্মাণ কাজ শুরু হয়। ইতিমধ্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ মসজিদের স্বীকৃতি এবং মিনারের উচ্চতার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানের স্বীকৃতি পায়। মসজিদের ছাদে ২০১ টি গম্বুজ থাকায় এই মসজিদটি ২০১ গম্বুজ মসজিদ নাম পরিচিত।
২০১ গম্বুজ মসজিদ দেখতে চাইলে প্রথমে আপনাকে টাঙ্গাইল সদরে আসতে হবে। সেখান থেকে সিএনজি দিয়ে গোপালপুর উপজেলায় এসে অটো অথবা সিএনজির মাধ্যমে ২০১ গম্বুজ মসজিদে যেতে পারবেন।