বাংলাদেশের সমৃদ্ধ একটি ব্র্যান্ড হলো সাদাকালো ব্র্যান্ড যেখানে শুধুমাত্র কালো এবং সাদা রঙের ডিজাইনার পোশাক রয়েছে।সাদাকালো ২০০২ সালের ৪ অক্টোবর শিমান্তো স্কোয়ারে ছোট আকারের আউটলেটে চালু করে।অল্প সময়ের মধ্যেই সাদাকালো প্রতিটি গ্রাহকের প্রিয় ব্র্যান্ড হয়ে ওঠে।যার ফলে প্রথম আউটলেটে এক বছর পূর্ণ হওয়ার আগেই বনানীতে দ্বিতীয় শাখা চালু করে।পরবর্তীতে সাদাকালো বেইলি রোডের থিয়েট্রিকাল অঞ্চলে তাদের তৃতীয় শাখা খোলে।এছাড়াও ২০০৬ সালের নভেম্বর মাসে গুলশান এভিনিউতে “ডিজাইনারস কর্নার” নামে চতুর্থ ব্র্যান্ড খোলে।সাদাকালো ব্র্যান্ড উত্তরায় ২০০৮ সালের এপ্রিল মাসে ১৪১৫ সালের পহেলা বৈশাখে পঞ্চম আউটলেট খোলে।সাদাকালো ব্র্যান্ড বসুন্ধরা সিটিতে দেশীদোশের অংশ হয় ২০০৯ সালে।দেশীদোশ হলো মূলত বাংলাদেশের দশটি ফ্যাশন হাউসের সংমিশ্রণ।বাংলাদেশী পণ্যগুলিতে কাজ করার জন্য দশটি ফ্যাশন হাউসকে বিশেষ বৈশিষ্ট্যের অধীনে বেছে নেওয়া হয়।পরবর্তীতে দেশীদোশ ২০১০ সালে চট্টগ্রামের আফমি প্লাজায় আরেকটি আউটলেট খোলে।সাদাকালো ব্র্যান্ড ২০০৯ এবং ২০১০ সালে যথাক্রমে নিউ ইয়র্ক এবং ফ্লোরিডার মতো ফ্যাশন সমৃদ্ধ আন্তর্জাতিক শহরগুলিতে তার ব্যবসা প্রসারিত করেছে। বর্তমানে সাদাকালোর মোট আউটলেটের সংখ্যা ১১টি যার মধ্যে আটটি বাংলাদেশে এবং দুটি যুক্তরাষ্ট্রে রয়েছে
পণ্যসূমহ :
পুরুষ :
ঐতিহ্যবাহী সুতি পাঞ্জাবি
ঐতিহ্যবাহী স্পেশাল সুতি পাঞ্জাবি
মিডিয়া ব্লক প্রিন্টেড স্ট্রিপ কটন পাঞ্জাবি
ইত্যাদি
মহিলা :
বাংলাদেশী ঐতিহ্যবাহী লুকিং হাফ সিল্ক শাড়ি
বাঙালি ঐতিহ্যবাহী হাফ সিল্ক ও এমব্রয়ডারির কাজ শাড়ি
মিডিয়া ব্লক প্রিন্টেড এমব্রয়ডারি কাজের কামিজ
শীতের জন্য কালো এবং সাদা রঙের শাল
ইত্যাদি
যোগাযোগের ঠিকানা :
অফিস :বাড়ি -৬১, ব্লক-বি (২য় তলা) রোড -৩, নিকেটন, গুলশান-১ ঢাকা-১২১২, বাংলাদেশ।
ইমেইল : customer.care@sadakalo.net
ফোন :+৮৮০২৯৮৯৮১৩৫
দোকান :
বেইলি রোড আউটলেট : দোকান নং ৩৪৯, ৩য় তলা, শিমন্ত স্কোয়ার, রোড ০২, ধানমন্ডি, ঢাকা
বসুন্ধরা সিটি দেশীদোশ আউটলেট : লেভেল ০৭, ব্লক এ, দেশীদোষ, বসুন্ধরা সিটি শপিং মল, পান্থপথ, ঢাকা
ওয়েবসাইট : https://sadakalo.net