৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলদেশ স্বাধীন হয়। তাই তাদেরকে সম্মান প্রদান করার জন্য ৪ টি সম্মান সূচক খেতাব তৈরী করে। এই ৪ টি খেতাব পেয়েছে ৬৭৬ জন। কিন্তু কোনো জীবিত ব্যক্তি বীরশ্রেষ্ঠ খেতাব পান নি। নিম্নে খেতাবগুলোর নাম এবং পদ-মর্যদা প্রাপ্ত ব্যক্তির সংখ্যা তুলে ধরা হলো।
খেতাব | সংখ্যা |
বীরশ্রেষ্ঠ | ৭ |
বীবউত্তম | ৬৮ |
বীর বিক্রম | ১৭৫ |
বীর প্রতীক | ৪২৬ |