জীবনে চলার পথে আপনাকে অনেক মানুষের সাথে মিশতে হবে। কিন্তু মানুষের সাথে এমন ভাবে মিশতে হবে যাতে আপনি কোনো কষ্ট না পান। এবং মানুষ আপনাকে ভালো জানুক। তাই নিম্নে কিছু উপায় দেওয়া হলো মানুষের সাথে মিশার জন্য-
- বেশী বন্ধু বানাবেন না।
- মানুষের কাছে সহজলভ্য হওয়ার দরকার নেই।
- যার তার সাথে বেশি মিশতে যাবেন না । কারণ, বেশি মিশলে পরে সম্পর্ক নষ্ট হয়ে যায় ।
- নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এবং নিজের ভবিষ্যত সম্পর্কে চিন্তা করুন ।
- যদি কোনো মানুষের প্রস্তাব ভালো না লাগে তাহলে সরাসরি ‘না’ বলতে শিখুন ।
- নিজের ব্যক্তিগত বা গোপনীয় বিষয় যার তার সাথে আলোচনা করবেন না ।
আশা করি উপরোক্ত কৌশল মেনে চললে আপনি জীবনে কম কষ্ট পাবেন।